সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে রেডিও সাগরগিরি ও প্রেস ক্লাবের তথ্য অধিকার দিবস পালিত

সীতাকুন্ডে রেডিও সাগরগিরি ও প্রেস ক্লাবের তথ্য অধিকার দিবস পালিত

information day picআবুল খায়ের,২৯সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
১১তম আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রেডিও সাগর গিরি ও সীতাকুন্ড প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে “ তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংবাদকর্মীর ভূমিকা’’ শীর্ষক এক সেমিনার ২৮সেপ্টেম্বর বিকাল ৪টায় সীতাকুন্ড ইপসা মানব উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সীতাকুন্ড প্রেসক্লাবের নবনির্বাচিত সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রতিপাদ্য বিষয় পাঠ করেন রেডিও সাগর গিরি এফ এম৯৯.২ এর স্টেশন ম্যানেজার মোঃ শাহ্ সুলতান শামীম। ইপসার সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারে অতিথি ছিলেন চলমান সীতাকুন্ড এর সম্পাদক লিটন চৌধুরী ও সীতাকুন্ড প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম। রেডিও সাগরগিরির অফিসার সাফায়েত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে তথ্য অধিকার বিষয়ে উমুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানব জমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল ফারুক,অর্থ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি তালুকদার নির্দেশ বড়–য়া,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল,যায়যায়দিন প্রতিনিধি এম জাহাঙ্গীর আলম। এছাড়াও আলোচনা রাখেন ইপসার অফিসার নুর মোহাম্মদ,তাপস,ফারহানা তাসলিমা,গরিবালা ভৌমিক,জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বক্তারা বলেন সরকার ২০০৯সাল থেকে তথ্য অধিকার আইন পাস করার পর আইনটি বাস্তবায়ন করার জন্য তথ্য কমিশন ঘটন করেছে। এ আইনের মাধ্যমে যে কেউ নির্দিষ্ট ফরমে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানের যে কোন তথ্য জানতে পারবে। এই আইনটি বাস্তবায়নে সাংবাদকর্মীরা বিশেষ ভুমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *