সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / ভাটিয়ারীতে স্লুইটগেইটসহ খাল দখল করে স্টিল মিলস নির্মাণঃরেল ব্রিজ, সিমেন্ট ফ্যাক্টরী ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

ভাটিয়ারীতে স্লুইটগেইটসহ খাল দখল করে স্টিল মিলস নির্মাণঃরেল ব্রিজ, সিমেন্ট ফ্যাক্টরী ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

11112963_472250812931175_2920066063512576164_oকাইয়ুম চৌধুরী,২৯মে (সীতাকুন্ড টাইমস)- সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ইছামতি খালের উপর নির্মিত স্লুইচগেইটসহ খালের অধিকাংশের মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ ও আবুল খায়ের গ্র“প স্টিল মিলস নির্মাণ করায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। খাল ভরাটে এলাকায় জলা বদ্ধতার সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা এসে খাল দখল ও ভরাটের কাজ বন্ধ করে দেয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বর্ষাকালে পাহাড় থেকে বয়ে আসা পানি নিয়ন্ত্রণ করার জন্য মাদামবিবিরহাটে ইছামতি খালে একটি স্লুইচগেইট নির্মাণ করা হয় ১৯৮০ সালে। এতে খালের আশপাশের এলাকায় অবস্থিত বসতবাড়ী ভাঙ্গন থেকে রক্ষা পায়। সম্প্রতি আবুল খায়ের গ্র“প ওই খালটির স্লুইচগেইটসহ খালের অধিকাংশ জায়গা দখল করে স্টিল মিলস নির্মাণ করে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। গতকাল সকালে পুনরায় দখল করে মাটি ভরাট করার চেষ্টা চালালে এলাকাবাসী বাধা দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরে সীতাকুণ্ড উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা এসে খাল ভরাটের কাজ বন্ধ করে দেয় এবং সার্ভেয়ার মোঃ ইউনুসকে সার্ভে করে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানান, ইছামতি খালটির চারপাশে বসতবাড়ি ছাড়াও এ খালটির উপর নির্মিত করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ৩৭ নং ব্রিজ। যে ব্রীজটি দুইবছর আগে মাটি ধসে ভেঙ্গে যায়। এতে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বিকল্পপথ হিসেবে অস্থায়ী ব্রিজ তৈরী করা হলে রেল যোগাযোগ চালু হয়। ভাঙ্গা ব্রিজটি এখনও সংস্কার কাজ চলছে। এ অবস্থায় খালটি দখল করে মাটি ভরাট করা হলে বর্ষাকালে পাহাড় থেকে বয়ে আসা পাহাড়ী পানির ঢলে ওই এলাকার বসতঘর সহ রেলব্রিজটি আরও ঝুকিপূর্ণ হয়ে পড়বে ।
এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার বলেন, আবুল খায়ের গ্র“প মাদামবিবির হাট এলাকায় ইছামতি খাল দখল করে স্টিল মিলস নির্মান করছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি খালটি অধিকাংশ দখল করে ফেলেছে এবং ঐ খালে নির্মিত স্লুইচ গেটটি ভেঙ্গে ফেলেছে। সীতাকুণ্ড উপজেলা কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম খাল দখল এবং ভরাটের বিষয়টি স্বীকার করে বলেন, খাল ভরাটের স্থান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুল খায়ের গ্রুপের সংশিষ্ট কর্তৃপক্ষকে খাল ভরাটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ঐ খালটির প্রকৃত অবস্থান জানতে বুধবার সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এদিকে ভাটিয়ারীর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল খায়ের স্টীল কর্তৃক খাল দখলের তীব্র প্রতিবাদ জানায়। তিনি আরও আরো জানান এই কোম্পানী এলাকার অনেক নিরিহ কৃষকের জায়গা জবর দখল করে কারখানা তৈরী করেছে। জায়গার মালিকদের থেকে কোন রেজেষ্ট্রী নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *