সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ভারতীয় তীর্থযাত্রীর গাড়ি ডাকাতির মূল হোতারাই সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা করেছে

ভারতীয় তীর্থযাত্রীর গাড়ি ডাকাতির মূল হোতারাই সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা করেছে

Sitakund pressClub Hamla pic-3নিজস্ব প্রতিবেদক,১জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)-

সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার ঘটনায় ৩২ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার বিকালে সংগঠনের পক্ষে আহ্বায়ক এম. হেদায়েত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ভারতীয় তীর্থযাত্রীর গাড়ি ডাকাতির মূল হোতা যুবলীগ নেতা স¤্রাট বাহিনীর প্রধান দাউদ স¤্রাট প্রকাশ স¤্রাটসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র নায়েক (অব.) শফিউল আলম নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন করার সময় সেখানে জয় বাংলা ম্লোগানে হামলা চালায় স¤্রাট, হারুন তাদের বাহিনীর ২৫/৩০জন সন্ত্রাসী। তারা ক্লাবের দরজা জানালায় ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রার্থী নায়েক শফিকে বের করে দেওয়ার হুমকি দিতে থাকে। হামলার সময় ইট-পাটকেলের আঘাতে কয়েক লক্ষাধিক টাকার মূল্যবান সরঞ্জাম বিনষ্ট হয় এবং ১০ সাংবাদিক কমবেশি আহত হন। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা বলেন, সীতাকু-ে ভারতীয় তীর্থযাত্রীদের গাড়ি ডাকাতিসহ বেশ কয়েকটি আলোচিত ডাকাতির মূল হোতা ভোলাগিরি এলাকার যুবলীগ নেতা দাউদ স¤্রাট প্রকাশ স¤্রাটের বাহিনী পুলিশকে ম্যানেজ করে বারবার ধরা-ছোঁয়ার বাইবে থেকে যাচ্ছে। অন্যদিকে পুলিশ তার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তার বদলে চুনোপুঁটিদের গ্রেপ্তার ও চালান করছে। এ কারণে স¤্রাট দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। সর্বশেষ স¤্রাট প্রেসক্লাবের মত প্রতিষ্ঠানে হামলার দুঃসাহস দেখিয়েছে। এরপরও পুলিশ তাদের গ্রেপ্তার করতে কোন আগ্রহ দেখাচ্ছে না। ঘটনার ৩দিন পরেও একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ। ফলে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সীতাকু- থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, প্রেসক্লাবে হামলার পরই তারা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *