সংবাদ শিরোনাম
Home / জাতীয় / মিরসরাই তালবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ

মিরসরাই তালবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ

Mirsarai-Jubolig-injured-Photo-1.2.2014-620x330এম মাঈন উদ্দিন,২ ফেব্রুয়ারী (সীতাকন্ড টাইমস ডটকম)- উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুর আড়াইটার সময় উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মিরসরাই পৌরসভা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সমর্থিত আরিফ হোসেনকে (২৩) কুপিয়েছে প্রতিপক্ষ সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুর আড়াইটার সময় মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াস উদ্দিনের সমর্থনে মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহানের নেতেৃত্বে তালবাড়িয়া এলাকায় গণসংযোগ করার কথা ছিল। তাই পূর্ব থেকে আরিফ হোসেন তালবাড়িয়া সড়কের রিয়াজ ষ্টোরে গিয়ে অবস্থান করে। পথিমধ্যে সাংসদ সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে লাঠি ও চাপাতি দিয়ে হামলা চালায় আরিফের উপর। এসময় আরিফের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছাত্রলীগকর্মীরা চলে যায়।
ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আরিফকে উদ্ধার করে মিরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ারপর অবস্থার অবণতি ঘটলে পরবর্তীতে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় রিয়াজ ষ্টোরের মালিক মিরাজ উদ্দিনও আহত হয়।
রিয়াজ স্টোরের মালিক মিরাজ উদ্দিন জানান, তার দোকানের ভিতর যুবলীগ নেতা আরিফের উপর হামলার ঘটনায় দোকানের প্রায় ১৫ হাজার টাকার মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন সমর্থিত মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম মিল্টন জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের গণসংযোগের প্রাক্কালে যুবলীগ নেতা আরিফ তালবাড়িয়া সড়কের একটি দোকানে বসা অবস্থায় ছিল পথিমধ্যে সাংসদ সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মী রিফাত, জসিম উদ্দিন, সিফাত, এরমানসহ প্রায় ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে লাঠি ও চাপাতি দিয়ে হামলা চালায় আরিফের উপর। এসময় রিয়াজ ষ্টোরের মালিক মিরাজ উদ্দিনও আহত হয়।

সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সমর্থিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা সাংসদ সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা আরিফের উপর হামলা চালানোর ঘটনা অস্বীকার করে বলেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেননা এবং কোথাও কোন হামলার ঘটনা ঘটেনি।

এদিকে যুবলীগ নেতা আরিফের উপর হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয় মিরসরাই সদরে শনিবার সন্ধ্যা ৭টার সময় এক প্রতিবাদ সভা মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কমিশনার নুর নবী, কমিশনার রব্বানী, ১ নম্বর মিরসরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. ভবরঞ্জন, সাধারণ সম্পাদক জাগির হোসেন, ২ নম্বর ওয়ার্ড আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আরেফিন জনি, ৪ নম্বর ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি আক্তার মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক জাফর উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *