সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারনে সীতাকুন্ড সোনাইছড়িতে ট্রাক বাস মুখমুখি সংঘর্ষ, আহত ১০

চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারনে সীতাকুন্ড সোনাইছড়িতে ট্রাক বাস মুখমুখি সংঘর্ষ, আহত ১০

সাইফুল মাহমুদ,৩ ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কামসজিদ এলাকায় আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি গাড়ির মুখমুখি সংর্ঘষে ১০যাত্রী আহত ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৬.৪৫মিনিটের সময় সীতাকুন্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নের পাক্কামসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখি মামুন স্পেশাল (ঢাকা মেট্টো-ব ১৪-০৬১৬) নামে একটি যাত্রী বাহী নাইটকোস উত্তরমুখি একটি ট্রাকের (সিলেট ট- ৬৪০৪)সাথে মুখমুখি সংঘর্ষ ঘটলে ১০যাত্রী আহত হয় । আহতদের কে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে যাত্রীবাহী বাসের চালকের অবস্থা খুব গুরুতর । বাস চালকের কোমর ও বাম পায়ের হাঁড ভেঙ্গে গেছে। স্থানীয়রা দ্রুত চলককে চমেক হাসপাতালে নিয়ে যান। আহত চালকের নাম জাকির হোসেন (৩৬) বাড়ি খুলনার খালিশপুর বলে জানান মামুন স্পেশান এর ম্যানেজার শফিক আহম্মদ । বাসযাত্রী সাহাবউদ্দিন ও কামাল জানান বাস চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছে , তাকে আমরা কয়েকজন যাত্রী বেশ কয়েকবার গাড়ি ঠিকমত চালানোর জন্য বলল্ েও সে কারো কোন কথা কর্নপাত করেনি। বার আউলিয়া হাইওয়ে পুলিশের এস আই শ্যামল বাবু ঘটনার সত্যতা স্বিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *