সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / মুজাহিদ-সাকার ফাঁসি বহাল

মুজাহিদ-সাকার ফাঁসি বহাল

bnp-চট্টগ্রাম অফিস,১৮ নভেম্বর (সীতাকুণ্ড টাইমস): একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রইলো দেশের সর্বোচ্চ আদালতে। রায় কার্যকরে আর আইনি বাধা থাকলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির-সহ অর্ধ শতাধিক আইনজীবী।

অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *