সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / || শিল্প মন্ত্রী’র নিয়োগ বাণিজ্য|| সীতাকুন্ডে কারখানা থেকে পিটিয়ে বের করে দিল শ্রমিকরা

|| শিল্প মন্ত্রী’র নিয়োগ বাণিজ্য|| সীতাকুন্ডে কারখানা থেকে পিটিয়ে বের করে দিল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক,২৮জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
শিল্পমন্ত্রীর নিয়োগ বাণিজ্য অবশেষে ভেস্তে যেতে বসেছে। তার রিক্রোমেন্টে পাঠানো পাঁচ জনকে প্রগতির শ্রমিকরা পিটিয়ে বের করে দেয় এবং পুনরায় প্রবেশ করলে গণ পিটুনি দেয়া হবে বলে জানিয়ে দেয় ক্ষুব্দ শ্রমিকরা।
সীতাকু-ের বাড়বকুন্ডস্থ প্রগতি ইন্ডাষ্ট্রিজ‘এর শ্রমিক নেতা সিবিএ সভাপতি জয়নাল আবেদীন সুজা, সাধারণ সম্পাদক মোঃ নাছির জানায়,২৮জুলাই রবিবার সকাল ৮টায় মীরশরাই এলাকা থেকে পাঁচ যুবক প্রগতিতে প্রবেশ করলে সিকিউরিটি তাদের পরিচয় জানতে চাইলে উক্ত ৫ যুবক এই কারখানায় নিয়োগ পেয়েছে বলে পরিচয় দেয় এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সুপারিশ যুক্ত আবেদন দেখায়। এই খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা গেইটে এসে উক্ত পাঁচ যুবকদের উত্তম-মধ্যম দিয়ে গেইটের বাহিরে পাটিয়ে দেয়। পুনরায় প্রবেশ করলে গণপিটুনী দেয়া হবে বলে শ্বাসিয়ে দেয়া হয়। সকাল ১১টা পর্যন্ত প্রতিবেদক উক্ত পাঁচ যুবককে প্রগতির বাহিরে একটি দোকানে বসে থাকতে দেখা গেছে।
সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক আরো বলেন, প্রগতি ইন্ডাষ্ট্রিজ-এ এখন তেমন কোন কাজ নেই। শ্রমিকরা বসে বসে সময় কাটাচ্ছে, এর মধ্যে শিল্প মন্ত্রী পাঁচ জনকে পাটিয়েছে কেজ্যুয়েল চাকুরী দেয়ার জন্য। কিছুদিন পূর্বেও এক প্রকৌশলীকে চাকুরী দিয়েছে এখানে শিল্পমন্ত্রী। অতিরিক্ত শ্রমিক কর্মচারীর বেতন পরিশোধে কারখানা লোকসানে পরিণত হয়।
খবর নিয়ে আরো জানা যায়, শিল্পমন্ত্রীর রিক্রোমেন্টে সীতাকু-ের বিভিন্ন সরকারী জুট মিলেও অতিরিক্ত শ্রমিক কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *