সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে আনন্দ শোভাযাত্রাঃ রাজপথে শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে আনন্দ শোভাযাত্রাঃ রাজপথে শিক্ষার্থীরা


সীতাকুণ্ড টাইমস ডেস্ক: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’হিসেবে স্বীকৃতি লাভ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বাদ্য বাজনাসহকারে আনন্দ শোভাযাত্রা। সীতাকুণ্ডে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা সভা কক্ষে এসে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন সীতাকুণ্ড পৌরসভাসহ,বিভিন্ন সামাজিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ার এস এম আলম মামুন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম,সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন, ছাদাকাত উল্লাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, মোরশেদ চৌধুরী, মনির আহমেদ, সালাহ উদ্দিন আজিজ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এছাড়াও সীতাকুণ্ডের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় পৃথক পৃথক শুভা যাত্রার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *