সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে মহাসড়কের ১০ লেনের বিকল্প প্রস্তাব নিয়ে মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মহাসড়কের ১০ লেনের বিকল্প প্রস্তাব নিয়ে মতবিনিময় সভা

দিদার হোসেন টুটুল, সীতাকুণ্ড টাইমস ঃ

সীতাকুণ্ডে নাগরিক সমাজের উদ্যোগে মহাসড়কের ১০ লেনের বিকল্প প্রস্তাব নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,গত শনিবার বিকেল ৪টায় পৌরসদরস্হ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাশেমের সভাপতিত্বে ও লায়ন মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন বিকল্প প্রস্তাব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ডঃ ফসিউল আলম,বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি,বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল মোস্তফা কামাল চৌধরী,বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,ইপসার নির্বাহী প্রধান মোঃ আরিফুর রহমান,মহিদ্দিন আহমদ মঞ্জুসহ জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,সুশীল সমাজ, পরিবেশ সামাজিক,সাংস্কৃতিক,মানবিক,যুব ও ক্রীড়া, বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

সভায় ডঃ ফসিউল আলম তার বক্তব্যে বলেন,সীতাকুণ্ড অঞ্চলে বর্তমান মহাসড়কের পাশে ১০ লেন হলে ঘনবসতি মানুষের বিশাল ক্ষতি হবে বিধায় আমরা ডিজিটাল বাংলাদেশের নির্মাতা ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারনকারীনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা তুলে ধরবো।আর আমরা ওনাকে বিকল্প পথ দিয়ে ১০ লেন করার প্রস্তাব গুলো তুলে ধরবো।কারণ শেখ হাসিনা এদেশের জনগণের দুঃখ দূর্দশা বুঝেন বিধায় দেশ আজ এ পর্যায়ে নিয়ে এসেছেন।আশা করি তিনিও আমাদের এ অঞ্চলের বিশাল ক্ষতির কথা চিন্তা করে আমাদের বিকল্প প্রস্তাব গুলো মেনে নিবেন।

এছাড়া সভায় প্রফেসর ড.মো.ফসিউল আলমকে আহবায়ক এবং মাস্টার আবুল কাশেমকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তি কর্মসূচি হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি রূপরেখা তৈরি হবে।যার দায়িত্বে থাকবে প্রফেসর ডঃ মোঃ ফসিউল আলম,অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,মো.আরিফুর রহমান,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী,সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, দিদার হোসেন টুটুল, কামরুল ইসলাম দুলু, এডঃ জহির উদ্দিন মাহমুদ,এডঃ সরোয়ার লাভলু,সাংবাদিক নাছির উদ্দীন শিবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *