সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে ৭০টি অবৈধ স্থাপণা উচ্ছেদ,জরিমানা আদায়

সীতাকুণ্ডে ৭০টি অবৈধ স্থাপণা উচ্ছেদ,জরিমানা আদায়

ossad dokanসবুজ শর্মা,২১ডিসেম্বর(সীতাকুণ্ড টাইমস)-
সীতাকুণ্ডে অবৈধ স্থাপণা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় মহাসড়কের পার্শ্ববর্তী সরকারী জায়গা দখল করে গড়ে উঠা ছোট,বড় ৭০টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ ৭ দোকান মালিকের কাছ থেকে ২০ হাজার
টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.মাহবুব আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। জানা যায়, ছোট কুমিরা বাজারে মহাসড়কের সরকারী জায়গায় ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপণা উচ্ছেদে সোমবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় উপজেলা প্রশাসনের নিদিষ্ট সময়ের মধ্যে না সরানো ছোট,বড় ৭০ টি অবৈধ স্থাপণা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে অবৈধ স্থাপণা পরিচালনার দায়ে দোকান মালিক মহিউদ্দিন ৬ হাজার,আলাউদ্দিন ৩ হাজার,আজিজুর রহমান ৩ হাজার,আবদুল্লা ২ হাজার,আফচারকে ২ হাজার,ওসমান গনি ২ হাজার ও সোলেমানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে উপজেলা কুমিরা তহশীল অফিসের প্রধান
তহশীল কর্মকর্তা বিমান বড়–য়াসহ ৪০ সদস্যের পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.মাহবুব আলম জানান,“দখলকৃত সরকারী জায়গা পুনরুদ্ধারে এবং মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ জায়গায় পূণরায় স্থাপণা
নির্মাণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হব।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *