সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা

সীতাকুন্ডে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা

 সেকান্দর হোসাইন,২০মে ( সীতাকুন্ড টাইমস ডটকম)-Sitakund-tran-bitaron-pic.t
সীতাকু-ে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মহাসেনে ৯টি ইউনিয়নে বসবাসরত ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়য়ে পক্ষ হতে সগরের উপকূলীয় এলাকার অন্তত ৬’শ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাড়ে ১২ মেঃ টন চাল প্রদান করা হয়েছে। প্রতি পরিবারকে ২০ কেজি হারে এবং ৯টি ইউনিয়নে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। অপরদিকে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে উপকূলীয় এলাকায় বেশকিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। তাই বেসরকারী প্রতিষ্ঠান সেভ দ্য সিলড্রেন এর পক্ষ হতে ১নং সৈয়দপুর, মুরাদপুর, বাঁশবাড়ীয়া, কুমিরা ঘোড়ামারা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতিটি পরিবারকে চিরা ৪ কেজি, গুড় ২ কেজি, মুড়ি ২ কেজি, সুজি ১ কেজি, চিনি ২ কেজিসহ কমপক্ষে ৫‘শ পরিবারের মাঝে সাড়ে ৫ মেঃ টন সহযোগিতা প্রদান করেন। জানা যায়, উপকূলীয় বসবাসরত ক্ষতিগ্রস্থরা বেশিরভাগই জেলে সম্প্রদায়ের সাধারণ মানুষ। সহযোগিতা প্রদান অনুষ্ঠানে পর্যায় ক্রমে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, তাজুল ইসলাম নিজামী, রেজাউল করিম বাহার, সেভ দ্য ইমারজেন্সী ম্যানেজার রনধীর, কর্মকর্তা লায়লী বেগম, কোডেকের সহকারী পরিচালক মোঃ আলী সিদ্দিকীসহ অন্যান্য ইউপি সদস্য ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে সাগরের উপকূলীয় এলাকায় বসবাসরত অসংখ্য পরিবার গুলোর বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে। সিগন্যাল চলাকালে গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় উপকূলীয় এলাকার মানুষ গুলো আশ্রয় নিয়েছে। তাই গত ১ সপ্তাহ ধরে তারা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এছাড়া তাদের বসত ঘরেরও আংশিক ভাবে ক্ষতি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ হতে ৬’শ পরিবারকে চাল ২০ কেজি হারে সাড়ে ১২ মেঃ টন এবং ৯টি ইউনিয়নে নগদ ৫০ হাজার টাকা শুকনো খাবারের জন্য প্রদান করা হয়। এছাড়া বেসরকারী প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকেও সহযোগিতা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *