সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে জিয়ার ৩২তম শাহাদাত বার্ষিকীতে হান্নান শাহ্ || তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে||

সীতাকুন্ডে জিয়ার ৩২তম শাহাদাত বার্ষিকীতে হান্নান শাহ্ || তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে||

নিজস্ব প্রতিবেদক,

৩০ মে (সীতাকুন্ড টাইমস ডটকম )-bnp-sahadat-pic-times
আওয়ামী সরকার শত চেষ্টার মাধ্যমে জিয়ার পরিবারকে হেয়প্রতিপন্ন করার ফাঁয়তারা করছে। দুর্নীতিবাজ মন্ত্রীদের বাঁচাতে শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছে। তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে কিন্তু জনগনকে সাথে নিয়ে তত্তাবধায়ক সরকারে অধীনে নির্বাচন দিতে এসরকারকে বাধ্য করা হবে।৩০মে বিকাল ৫টায় সীতাকুন্ড উপজেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার(অব) আ স ম হান্নান শাহ উপরোক্ত কথা বলে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সেক্রেটারী লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন সীতাকুন্ডে বিএনপিসহ ১৮ দলের নেতা কর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন মামালা হামলা নির্যাতন বন্ধ না করলে আগামীতেও এর সমোচিত জবাব দেওয়া হবে।
পৌরসদরের এলকে সিদ্দিকী স্কয়ারে উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে ও ইউছুপ নিজামী এবং মোস্তফার সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা গাজী সুজাউদ্দিন,জয়নাল আবেদীন দুলাল,মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ, জহুর আলম জহুর , কাজি সালাউদ্দিন,তোফাজ্জল আহমদ,এটিএম সাইফুদ্দিন শাহীন,এডভোকেট রৌশন আরা ,বদিউল আলম বদরুল,সামছুল আলম আযাদ,মোস্তাফিজুর রহমান হিরু,ফজলুল করিম চৌধুরী,ইকবাল হোসেন, ছাত্র বখতিয়ার উদ্দিন,মোজাহের উদ্দিন আশরাফ,। সভায় বক্তারা বলেন শেখ হাসিনার সরকার দেশে বাকশাল কায়েম করছে। একের পর পর বিরোধীদলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশী নির্যাতন করে নেতা শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দুর্নীতিবাজ মন্ত্রী দিয়ে আজ দেশ পরিচালনা করছে ।  সরকার   তারেক জিয়ার জনপ্রিয়তা দেখে হিংসাত্মক ভাবে গ্রেফতারী পরোয়ানা জারি করে ।  দেশের জনগন তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে দেশগঠনে এগিয়ে যেতে চাই। তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনে    এগিয়ে আসার জন্য জনগনের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে অতিথি ও আগত নেতাকর্মীরা জেয়াফতে অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *