সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

সীতাকুন্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

Sitakund Play songossa photo-jjjjআব্দুল্লাহ আল ফারুক,১৯আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের খেলোয়াড়সহ ৫জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত উপজেলা ফুটবল টুনামেন্টে জাফরনগর উচ্চ বিদ্যালয় বনাম টেরিয়াইল উচ্চ বিদ্যালয় মধ্যকার খেলা সীতাকুন্ড সরকারী আদর্শ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন একটি গোল কে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। এসময় উভয় দলের সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ একপর্যায়ে সীতাকুন্ড পৌর বাজারে ছড়িয়ে পড়লে আতংকে সাধারণ মানুষ দ্বিকবেদ্বিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে সংঘর্ষকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
টেরিয়াইল স্কুলের শিক্ষক জাফর সাদেক জানান খেলার শেষ মুহুর্তে আমাদের স্কুলের এক খেলোয়ারকে বুট দিয়ে লথি দেয় জাফর নগর স্কুলের খেলোয়াড়। কিন্তু খেলাশেষে কলেজ রোডে আবার খেলোয়াড়দেরকে জাফরনগর স্কুলের সমর্থকরা পিটিয়ে আহত করে। এতে খেলোয়ার আবুসালেকসহ ৩ খেলোয়ার আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *