সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালত ||জরিমানা ৫০ হাজার টাকা||

সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালত ||জরিমানা ৫০ হাজার টাকা||

পৌর প্রতিনিধি,২২জুলাই (সীতাকুন্ড টাইমস ডটকম)::
সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি পানি কোম্পানীর কারখানাকে ৫০হাজার টাকা জরিমানা করেছে। সরকারী অনুমোধনকৃত কাগজ পত্র দেখাতে না পারায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করায় এ সময় একজনকে আটক করে। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর সদর বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সীতাকু- নামার বাজার এ কে খান গ্রুপের ডক্টর ওয়ারটার নামের একটি বিশুদ্ধ পানির কারখানায় অভিযান চালিয়ে এক কর্মচারীকে আটক করে এবং বৈধ কাগজ পত্র না আসা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। অপর দিকে আটককৃত কর্মচারীকে ঘটনার দিন রাত ১২টার সময় জরিমানার টাকা পরিশোধ করে সীতাকু- মডেল থানা থেকে ছাড়িয়ে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সীতাকু- মডেল থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম,স্যানিটারী ইন্সপেক্টর জাহেরুল ইসলাম,সীতাকু- থানার এস আই জয়নাল আবেদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *