সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ডে রাজনৈতিক প্রেক্ষাপটে বাজারের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত।

সীতাকুন্ডে রাজনৈতিক প্রেক্ষাপটে বাজারের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত।

প্রেসবিজ্ঞপ্তি,২৯জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাথে সর্বদলীয় এক মতবিনিময় সভা ২৯ জুন সন্ধ্যা ৬টায় সমিতির কায্যালয়ে অনুষ্টিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এ্যাডভোকেট মোস্তফা নুর, পৌর কাউন্সিলর সফিউল আলম মুরাদ, জাতীয় পার্টি সীতাকুন্ড পৌরসভা সভাপতি রফিকুল আলম প্রমুখ। বিভিন্ন দলের নেতৃবৃন্দ বলেন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থেকে যারা দোকান-পাট ভাংচুর করে তারা কোন দলের কর্মী নয়, তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। বক্তারা এই সব সন্ত্রাসীদেরকে দমন করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত চার মাসে হরতাল অবরোধে এবং সম্প্রতি আওয়ামীলীগ নেতা হত্যাকান্ডে সীতাকুন্ড বাজারে দোকান ভাংচুরে এপর্যন্ত এক কোটি টাকার উপরে ক্ষতিসাধন হয়েছে। তাঁরা আরো বলেন, সামনে রমজান তাই এই রমজানে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে তাদের ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করতে পারে তার জন্যও প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *