সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে র‌্যাব পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় গাড়িসহ আটক ১

সীতাকুন্ডে র‌্যাব পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় গাড়িসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক , ২৩জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)Ñ
সীতাকুন্ডে ব্যাংক থেকে ৩লক্ষ টাকা উত্তোলন করে যাওয়ার পথে র‌্যাব পরিচয়ে গাড়িতে তোলে পালানোর সময় সীতাকুন্ড পুলিশ ধাওয়া করে আপহৃত ব্যাক্তিকে উদ্ধার করে এবং মাইক্রোসহ(ঢাকা মেট্রো চ-১৫-২৪-২৮) ড্রাইভার কে আটক করে। স্থানীয় সূত্রে জানাযায় ২৩ জুলাই দুপুরে কদমরসুল এলাকায় ওয়ান ব্যাংক থেকে আলী আকবর নামের এক শিপ ইয়ার্ড ব্যবসায়ীকে টাকা তোলে বাড়ী যাওয়ার পথে একটি কালো হাইস মাইক্রো করে র‌্যাব পরিচয়ে জোর করে গাড়িতে তোলে নেই। স্থানীয়রা ঘটনাটি সীতাকুন্ড পুলিশকে জানালে রাস্তায় দায়িত্বরত ট্রাফিক হাবিলদার আক্তার গাড়িটিকে ধাওয়া করে। ছিনতাই কারীরা ঘটনাটি টের পেয়ে অপহৃত আলীআকবর থেকে ৩লক্ষ ৩০হাজার নগদ ও ৩ লক্ষ টাকার চেক নিয়ে পন্থিছিলা এলাকায় ফেলে দেয়। পরববর্তীতে হাবিলদার আক্তার সাহসীকতা সাথে তাদের কে ধাওয়া করে টেরিয়াইল বাজারে ছিনতাইকারীরা হাইেসটি রেখে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় ড্রাইভারকে আটক করে পুলিশ । সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার নুরুন্নবী জানায় সংবাদ পেয়ে আমরা সীতাকুন্ড সদরে তাল্লাশি চালায় এসময় ছিনতাই কারীরা টের পেয়ে পালাতে থাকে। আমার পিছু নিলে তারা গাড়ি পেলে পালিয়ে যায়। এসময় হাইসের ড্রাইভার হাবিবুর রহমান পিতা আব্দুল মালেক সুত্রাপুর বায়োজিদপুর কিশোরগঞ্জ কে আটক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *