সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে শিবিরকর্মীকে আটকের পর নির্যাতনের অভিযোগ

সীতাকুন্ডে শিবিরকর্মীকে আটকের পর নির্যাতনের অভিযোগ

passportআব্দুল্লাহ আল ফারুক,১৩ জানুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে এক শিবির কর্মীকে নগরীর ফয়েজলেক এলাকা থেকে আটকের পর থানায় নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। সূত্রে জানা যায় গত রবিবার রাতে ফয়েজলেক এলাকা থেকে সীতাকুন্ড পৌরসদরের শিবির কর্মী মঞ্জুরুল ইসলাম(২২)কে পুলিশ গ্রেফতার করে।এর পর থেকে তার কোন সন্ধান পায়নি পরিবার । খবর নিয়ে জানা যায় রবিবার রাতে সীতাকুন্ড সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম মুমুর্ষাবস্থায় মিরসরাই থানায় নিয়ে আসে। মিরসরাই থানার ডিউটি অফিসার যশ মন্থ জানায় গভীর রাতে মঞ্জুকে থানায় আনা হয়। এদিকে মঞ্জুর মা রেজিয়া খাতুন জানায় তার ছেলেকে পুলিশ ধরে নির্যাতন করে সীতাকুন্ড থানা থেকে মিরসরাই থানা ফেলে রাখা হয়েছে। সারারাত পিটিয়ে আহত করার পর বিনা চিকিৎসায় ফেলে রাখে সারা দিন। তাকে মিরসরাই থানায় কোন আত্মীয় সজনকে দেখা করতে দেয়নি পুলিশ । মঞ্জুর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় মামলা থাকলেও মামলার আইও সাইফুল্লাহ নিজেও আটক এর বিষয় জানেনা বলে জানান। এদিকে তাকে পুলিশ সীতাকুন্ড থানায় আটক না রেখে রহস্যজনক ভাবে মিরসরাই থানা হাজতে রাখা হয়েছে । এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৭টা) মঞ্জুকে বিনা চিকিৎসায় অনাহারে মিরসরাই থানায় আটক রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *