সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলার নিন্দা

সীতাকুন্ডে সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলার নিন্দা

সাইফুল মাহমুদ, ২৩জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)-06052013161
সীতাকুন্ডে এক আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ ও ভাংচুরের ছবি তোলার সময় জাতীয় সাংবাদিক সংস্থা সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি ,সীতাকুন্ড টাইমস এর সম্পাদক দৈনিক দিলকাল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এর উপর হামলা চালিয়ে আহত করে এসময় হামলাকারীরা তার ক্যামরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।
এদিকে সাংবাদিকের উপর হামলার খবর সাংবাদিকদের মাঝে পৌঁছার সাথে সাথে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনা নিন্দা জানিয়ে সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি এম হেদায়েত ও সেক্রেটারী মোঃ কাইয়ুম চৌধুরী এক বিবৃতি দেন। তারা বলেন হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে সাংবাদিকদের পেশা গত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হবে। হামলার নিন্দা জানিয়েছে সীতাকুন্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক, যুগান্তর প্রতিনিধি স.ম ফোরকান আবু, সমকাল প্রতিনিধি এম সেকান্দর হোসাইন,আমার দেশ প্রতিনিধি জহিরুল ইসলাম,ভোরের কাগজ প্রতিনিধি খায়রুল ইসলাম,ইনকিলাব প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী,নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম,আমাদের সময় প্রতিনিধি নির্দেশ বড়ুয়া,সুপ্রভাত প্রতিনিধি সালাউদ্দিন,ইত্তেফাক প্রতিনিধি গিয়াস উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি কৃঞ্চ দাশ,ভোরের পাতা প্রতিনিধি ইব্রাহিম খলিল,সুজয় ভেৌমিক, হাকিম মোল্লা দেলোয়ার, সাইফুল, খুরশেদ প্রমুখ।
এদিকে সাংবাদিক জাহাঙ্গীর এর উপর হামলার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সেক্রেটারী লায়ন আসলাম চৌধুরী এফসিএ, সীতাকুন্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু,সীতাকুন্ড উপজেলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নুর,সীতাকুন্ড পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ,কুমিরা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ চৌধুরী,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর,সীতাকুন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আনোয়ার সিদ্দীক চৌধুরী,মানবাধিকার নেতা এডভোকেট নাছির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে গত ২০ জুন শুক্রবার সকাল ১০টায় স্থানীয় আওয়ামীলীগ নেতা সোহেল হত্যার প্রতিবাদে আওয়ামীলীগ নেতা কর্মীরা গাড়ি ভাংচুর করে রাস্তা অবরোধ করে রাখে দীর্ঘ ৫ ঘন্টা। এসময় তারা সীতাকুন্ড পৌরসদরের প্রায় ২০টি দোকান ও আশে পাশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সীতাকুন্ড উপজেলা গেইটের সামনে ছবি তোলতে গিয়ে হামলার স্বিকার হন সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী সাংবাদিক মোঃ জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *