সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে স্বতঃস্ফুর্ত হরতাল পালিত :: জামায়াত নেতা হত্যার পরিনাম হবে ভয়াবহ

সীতাকুন্ডে স্বতঃস্ফুর্ত হরতাল পালিত :: জামায়াত নেতা হত্যার পরিনাম হবে ভয়াবহ

hartal picনিজস্ব প্রতিবেদক,১৩ আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে দেশব্যাপী হরতালের ১ম দিনেই সীতাকুন্ডে পালিত হয়েছে স্বতঃস্ফুর্ত হরতাল। ঈদের ২দিন আগে ২জামায়াত নেতার মৃত্যুর পর থেকে সীতাকুন্ডে চলছে বিভিন্ন কর্মসূচী। পুরো সীতাকুন্ডে ছিল থম থমে ভাব। সবার ধারনা আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঈদের পর থেকে পৌরসদরের দোকান পাট ছিল অনেকটা বন্ধ। সর্বোপরি আজকের হারতালের শুরুতেই রাস্তায় কোন যান চলাচল করেনি। সকাল ১০টার পর বের হয়েছে কয়েকটি রিক্সা। সকাল থেকেই জামায়াত শিবিরের নেতা কর্মীরা সীতাকুন্ডে বেশ কয়েকটি স্থানে পিকেটিং করার জন্য রাস্তায় আসলেও গাড়ি না চলার কারনে পিকেটাররা চলে যেতে বাধ্য হয়েছে। অথচ প্রশাসন নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে সীতাকুন্ডে, যারা হরতালের ১ম দিন কাটিয়েছে অলস সময়।সীতাকুন্ড মডেল থানার ওসি সামিউল আলম জানায় হরতালে সীতাকুন্ড ছিল শান্ত কোথাউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে জামায়াত নেতা শফিকুল মাওলা জানায় সরকার চায় জামায়াতকে নিষিদ্ধ করতে আর জনগন স্বতস্ফুর্ত হরতাল পালনের মাধ্যমে প্রমান করল দেশবাসী জামায়াত নিষিদ্ধ চাইনা। তিনি সরকারকে হুশিয়ারী করে বলেন দেশে রাজনীতি করতে চাইলে চুদুর বদুর না করে অবিলম্বে তত্ত্ববধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন না হলে আগামী ২১বছর পরও জনগন আওয়ামীলীগকে ক্ষমতার মসনদ দেখাবেনা। এদিকে ফৌজদারহাট জামায়াত সন্ধ্যা ৭টায় হরতালের সমর্থনে একটি মিছিল জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। মিছিলোত্তর সমাবেশে শিবির নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন সরকার তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে জামায়াত নেতাদের খুন করে শেষ রক্ষা পাবেনা। খুনিদের চিহ্নিত করে কিভাবে শায়েস্তা করতে হয় তা জামায়াত শিবির নেতাদের জানা আছে। পুলিশ যদি সীতাকুন্ডে ২ জামায়াত নেতার খুনিদের গ্রেফতার না করে তাহলে সীতাকুন্ড থেকেই আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তিনি আাগামীকালও শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য জনগনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *