সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে হরতাল শেষে হাজার মানুষের ঢল ঃ বাড়বকুন্ডে ভ্যান থেকে পড়ে যায় পুলিশ,বাঁশবাড়িয়ায় পুলিশকে লক্ষ্য করে ঢিল

সীতাকুন্ডে হরতাল শেষে হাজার মানুষের ঢল ঃ বাড়বকুন্ডে ভ্যান থেকে পড়ে যায় পুলিশ,বাঁশবাড়িয়ায় পুলিশকে লক্ষ্য করে ঢিল

kumira misil picআব্দুল্লাহ আল ফারুক,১৩ নভেম্বর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে ৪দিনের টানা হরতালের শেষে সীতাকুন্ডের রাজ পথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। ১৩ নভেম্বর বিকাল ৪টায় পন্থিছিলা,বাড়বকুন্ড,বাঁশবাড়িয়া, কুমিরায় ১৮দলের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাড়বকুন্ডে বিএনপিনেতা জহুরুল আলম,ছাত্রদল নেতা মোস্তফা,যুবদল নেতা সাহাবুদ্দিন রাজু,জামায়াত নেতা বদরুল ও আমিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল ঢাকা ট্রাংক রোডে অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর সময় আগে থেকে ডিউটিতে থাকা একটি পুলিশের ভ্যান তাড়াহুড়া করে চলে যাওয়ার সময় ভ্যানে উঠার সময় এক কনস্টেবল পড়ে যায়। এসময় সাথে সাথে মিছিল কারীরা কয়েকটি ককটেল ফাটায়। বিএনপি নেতাদের সহায়তায় পুলিশ সদস্যকে উদ্ধার কর তাকে নিরাপদে পৌঁছায়। একই ভাবে বাঁশবাড়িয়ায় হয়েছে ১৮ দলীয় জোটের বিশাল মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা আবুল বশর,সালামত উল্লাহ ও শিবির নেতা এসএম আশরাফ,জামায়াত নেতা জামাল উ্দ্দিন এর নেতৃত্বের। মিছিলের শেষ মুহুর্তেই পুলিশে মিছিলের দিকে আসতে থাকলে মিছিল থেকে পাথর ছুড়ে পুলিশকে লক্ষ্য করে। এসময় পুলিশ ও বিএনপি জামায়েত কর্মীদের সাথে ধাওয়া পাল্টা দাওয়া হয়। এদিকে ছোটকুমিরায় বিএনপি নেতা আনায়োরুল আযম মুকুল,সবুজ, ফজলুল করিম,নাছির উদ্দিন খোকন ও জামায়াত নেতা ইব্রাহিম খলিল, শিবির নেতা রবিউল হোসেন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল ছোটকুমিরা বাজার হয়ে বড়কুমিরা গিয়ে শেষ হয়। মিছিল শেষে কুমিরায় এক সমাবেশে ১৮দলীয় নেতৃবৃন্দরা বলেন হরতাল শেষে মানুষের ঢল প্রমান করে এদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ছাড়া কোননির্বাচন জাতি মেনে নিবেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *