সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড ফৌজদারহাট ক্যাডেট কলেজ বোর্ডের প্রথম স্থান

সীতাকুন্ড ফৌজদারহাট ক্যাডেট কলেজ বোর্ডের প্রথম স্থান

শেখ সালাউদ্দিন,৩আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪২ জন ক্যাডেট এবছর ২০১৩ সালে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এরা সকলই বিজ্ঞান বিভাগের ছাত্র। শতভাগ পাশসহ ৪০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জন করে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। অপরদিকে সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, উচ্চ মাধ্যমিক কলেজ গুলোর মধ্যে ভালো ফলাফল করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। প্রতিবছরের মত এবারো এ প্রতিষ্ঠান চট্টগ্রাম বোর্ডে ১ম স্থান অর্জন করেছে। এছাড়া, বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী ৪৮৩ পাস করেছে ৩১০জন, সীতাকু- মহিলা কলেজের ৩৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৮জন, সীতাকু- ডিগ্রীকলেজ পরীক্ষার্থী ৭৫১ পাস করেছে ৪৫৪ জন, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ছিল ৭১ পাস করেছে ২২ জন,লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজ পরীক্ষার্থী ৩৭৩ পাস করেছে ১৫৩ জন এবং সীতাকুন্ড কামিল মাদ্রাসা পরীক্ষার্থী ৯৯ জন পাস ৯২(জিপিএ৫ পেয়েছে ৯জন),যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ৪৫ পাস করেছে ৩৯ (জিপিএ৫ পেয়েছে ৩জন), বগাচতর মাদ্রাসা ২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২ জন(জিপিএ২ পেয়েছে ৩জন),,নুরীয়া মাদ্রাসা পরীক্ষার্থী ২৫ পাস করেছে ২৫ জনই(জিপিএ৫ পেয়েছে ৩জন), মোহাম্মদীয়া মাদ্রাসা পরীক্ষার্থী ২১ ও পাস করেছে ১৮ জন(জিপিএ৫ পেয়েছে ৩জন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *