সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ডে মেঘমল্লার খেলাঘরের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও বর্ষা উৎসব উদযাপন

সীতাকুন্ডে মেঘমল্লার খেলাঘরের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও বর্ষা উৎসব উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ,২৮জুন (সীতাকুন্ড টাইমস ডটকম )- maha maiar pic
সীতাকু-ে মেঘমল্লার খেলাঘরের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী, বর্ষা উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ থেকে সীতাকু- সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে সন্ধ্যা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যে দিয়ে শেষ হয়। মেঘমল্লার খেলাঘরের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সীতাকু- উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি বাংলাদেশ মহিলা সমিতি,প্রাথমিক শিক্ষক সমিতি সীতাকু- উপজেলা ও নারী নেত্রী সুরাইয়া বাকের। প্রধান আলোচক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি সভাপতি অধ্যাপক ডাঃ এ.কিউ.এম সিরাজুল ইসলাম বক্তব্য বলেন,শিশুরা আমাদের ভবিষ্যত,এরা জাতি গঠনে বলিষ্ট ভূমিকা রাখে। তিনি আরো বলেন,পুরো বাংলাদেশে মেঘমল্লার খেলাঘরের ৭‘শতাধিক শাখার সবাইকে নিয়ে আমাদের বৃহৎ পরিবার। এদের কাজ মুক্তিযোদ্ধোর চেতনায় কাজ করা,শোষন মুক্ত সোনার বাংলা গড়ার মাধ্যামে আমাদের শিশুদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিরাজ-উদ-দৌলা-(ছুট্ট),অধ্যক্ষ নাছির উদ্দিন,মোরশেদুল আলম চৌধুরী,তপন মজুমদার,অমর শীল,ফারজানা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *