সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বিশ্বে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান – বাড়বকুণ্ডে দা’ওয়াতে খায়র ইজতিমায় বক্তারা

বিশ্বে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান – বাড়বকুণ্ডে দা’ওয়াতে খায়র ইজতিমায় বক্তারা

কামরুল উদ্দীন,সীতাকুণ্ড টাইমস: ২৮ ফেব্রুয়ারি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ময়দানে হাজার হাজার মুসলমান উপস্থিতি আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে দা’ওয়াতে খায়র ইজতিমায় সম্পন্ন হয়েছে।
প্রায় ৭৩ জন মুয়াল্লিম দিয়ে বিভিন্ন বিষয়ে মাসায়ালা-মাসায়েল, ইসলামের আহকাম-আরকানের নিয়ম কানুন প্রশিক্ষণ, শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও প্রশ্নোত্তর প্রদান করেন।

এই ইজতিমায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ দিদারুল আলম, সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম, আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আলহাজ্ব সিরাজুল হক,আলহাজ্ব শামসুদ্দিন, মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী, অধ্যক্ষ মুফতি আল্লামা ওছিয়র রহমান, উপাধ্যক্ষ ড.লিয়াকত আলী খান, হাফেজ আল্লামা সোলাইমান আনছারী, মুফতি আল্লামা আবদুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী, মাওলানা আবুল হাসনাত, ড. আল্লামা কামাল উদ্দিন আজহারী, আল্লামা জালাল উদ্দিন আজহারী, আল্লামা আবুল আসাদ জোবাইর রেজভী, আল্লামা আবুল কাশেম ফজলুল হক, আল্লামা আবুল হাসান ওমাইর রেজভী, আল্লামা হাসান আল আজহারী, গাউছিয়া কমিটির কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মাহমুদ কমিশনার, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল হক, আবদুল হামিদ, শাহজাদা ইবনে দিদার, আলহাজ্ব সূফি মিজানুর রহমান, এড.মোছাহেব উদ্দিন বখতেয়ার, আলহাজ্ব মাহবুব এলাহি সিকদার, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু,আলহাজ্ব কমর উদ্দিন সবুর, হাবিবুল আলম মাস্টার, মাওলানা ইয়াসিন হায়দার, মাওলানা আবদুল আউয়াল, আহবায়ক আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, সদস্য সচিব মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা নুরুল আলম, মনজুর এলাহি, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী প্রমুখ।
জুমার নামাজের ইমামতি ও আখেরি মুনাজাত পরিচালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ্ব এম.এ মান্নান।

বক্তারা বলেন পৃথিবীর বিভিন্ন দেশে আজ মুসলিমদের কোন অপরাধ ছাড়া গনহত্যা করছে। বিশ্বে মুসলিম নেতাদেরকে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে বক্তারা।

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আখেরি মোনাজাতের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানের আশপাশের অলি-গলি, রাস্তা, পাশের বাসাবাড়ি, কল-কারখানা ছাদ, মহাসড়কে অবস্থান নিয়েও অনেকে মোনাজাতে হাত তোলেন।

পুরুষদের পাশপাশি নারীদেরও ইজতেমায় মোনাজাতে শামিল হতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *