সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

আব্দুল্লাহ আল ফারুক, ২৬ সেপ্টেম্বর (সীতাকুন্ড টাইমস্ ডটকম)
সীতাকুন্ড ঝর্ণা দেখতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১ম বর্ষের ৭ ছাত্রের উপর হামলা চালিয়ে আহত করে একটি পরিত্যাক্ত কক্ষে আটকে রাখে সন্ত্রাসীরা। পরে সীতাকুন্ড থানার পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টায় ৭ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টার সময় সীতাকুন্ড উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১ম বর্ষের সাত ছাত্র মিলে দারোগারহাট পাহাড়ী ঝর্ণা দেখার জন্য গেলে ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা চালিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে মারধর করে আহত অবস্থায় একটি পরিত্যাক্ত কক্ষে আটকে রাখে। আহত ছাত্ররা হলেন- মোজাম্মেল, রাশেদুল হক, মোঃ নুরুল আমিন, আতিকুর রহমান, নুর মোহাম্মদ, খালেক সাইফুল ও মওদুদ আহম্মদ। রাত ৯টায় সীতাকুন্ড থানার এসআই আশরাফ খবর পেয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে থানায় নিয়ে আসেন। সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, আহত অবস্থায় সাত ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে একজনের শিবিরের সাথে সম্পৃক্ততার প্রমান পাওয়ায় তাকে কোর্টে প্রেরন করা হচ্ছে। অন্য ৬ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *