সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / একটি ভোট কেন্দ্রই পাল্টে দিল চেয়ারম্যানের জয় ! চার ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান, পুনরায় নির্বাচন দাবী

একটি ভোট কেন্দ্রই পাল্টে দিল চেয়ারম্যানের জয় ! চার ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান, পুনরায় নির্বাচন দাবী

মোঃ ফারুক ও খুরশেদ,১৬মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলা নির্বাচনে একের পর এক ভোট কেন্দ্রের ফলফল আসতে শুরু করলে বিএনপি সমর্থিত প্রার্থীই এগিয়ে থাকে। রাত ৯টায় বিএনপি সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিলও করে। কিন্তু ৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ৭০টি ভোট কেন্দ্রের ফলাফল আসার পর সন্ত্রাসী এলাকাখ্যাত জংগল ছলিমপুর এলাকার একটি ভোট কেন্দ্রের ফলাফলেই পাল্টে যায় চেয়ারম্যান। উক্ত জংগল ছলিমপুর ছিন্নমুল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৪টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে পুনঃ নির্বাচনের দাবী করে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন(টেলিফোন)। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, ভোটারদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতির মাধ্যমে ভোট কেন্দ্রে আসতে বাধা ও বিএনপি সমর্থকদের উপর হামলা, বাড়ী ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের মাধ্যমে সরকার দলীয় সমর্থকরা নৈরাজ্য সৃষ্টি করেছিল। সরকার দলীয়রা সলিমপুর ইউনিয়নের জংগল সলিমপুর ছিন্নমুল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে মোট ৫৬৭২ ভোটের মধ্যে ৪৪৫২ ভোট কাপ-পিরিচের পক্ষে এককভাবে সীল মেরে নিজেদের বক্সে ভর্তি করে। তাছাড়া সরকারী দলীয় প্রার্থী মামুনের ঘরের কেন্দ্র ইমাম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেদারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পন্থিছিলা ভোট কেন্দ্র দখল করে টেলিফোনের এজেন্টদের বের করে দিয়ে সরকারী দলীয়রা কাপ-পিরিচ প্রতীকে সীল মেরেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এই ৪টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়ে উপজেলা সহকারী রিটানিং অফিসার মুহম্মদ শাহীন ইমরানের বরাবর আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *