সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড কদমরসুলে গ্রামবাসীর সাথে আবুল খায়ের ষ্টীল মিলের শ্রমিকদের সংঘর্ষ ঃ আহত ২০

সীতাকুন্ড কদমরসুলে গ্রামবাসীর সাথে আবুল খায়ের ষ্টীল মিলের শ্রমিকদের সংঘর্ষ ঃ আহত ২০

কামরুল ইসলাম দুলু, ১৭মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড কদমরসুল আবুল খায়ের ষ্টীল মিলস এর শ্রমিকদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায় সোমবার সকাল ১১টার সময় স্থানীয় জনগনের সাথে কৃষি জমি,পাহাড়, ছড়া দখল বিষয়ে মিল কর্তৃপক্ষের বৈঠক চলাকালে কথাকাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গ্রামবাসীরা অভিযোগ করে বৈঠক চলাকালে গ্রামবাসীর উপর মিলের শ্রমিক ও আনসাররা বৃষ্টিরমত পাথর ছুঁড়ে। এতে গ্রামবাসীসহ ২০জন আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১০রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছে আবুল খায়ের ষ্টিল মিলের মালিক প্রতিনিয়ত আনসার বাহিনী দিয়ে সরকারী ছড়া,পাহাড় ও কৃষি জমি জবর দখল করে আসছে। তার প্রতিবাদে কেশবপুর ও শীতলপুর মৌজার লোকজন গনজমায়াত হওয়ার কথা ছিল সোমবার সকালে। স্থানীয় নুরুল আমিন জানায় ২দিন আগ থেকে এলাকায় মাইকিং করাও হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর গ্রামবাসীকে একটি যৌথসভার করে বিষয়টি মিমাংসা করবে বলে এবং গনজমায়াত স্থগিত করে।মিলকর্তৃপক্ষ হামলার খবর অস্বিকার করে বলেন জায়গা নিয়ে কিছুটা বিরোধ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধার চেষ্ঠা চলছে। সংঘর্ষে আহতরা হল স্থানীয় গ্রামবাসী মোঃ সোহেল, জসিম উদ্দিন,রাসেল,ইসহাক চেয়ারম্যান,জসিম মেম্বার, কাজলসহ ২০ জন। আহতদের মধ্যে মিলেরও কয়েকজন শ্রমিক রয়েছে। সীতাকুন্ড মডেল থানার ওসি ইফতেখার হোসেন জানান খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। এরিপোর্র্ট লেখা পর্যন্ত থানায় উভয় পক্ষের বৈঠক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *