সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কর ফাঁকী বন্ধের দাবীতে সীতাকুন্ডে লোক কেন্দ্রের মানব বন্ধন

কর ফাঁকী বন্ধের দাবীতে সীতাকুন্ডে লোক কেন্দ্রের মানব বন্ধন

manob bondoan .....প্রেস বিজ্ঞপ্তি,১১ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ডে পরোক্ষ করের বোঝা হ্রাস ও দেশী বিদেশী কোম্পানীর কর ফাঁকীর বন্ধের দাবীতে আজ র‌্যালী, মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ ও সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্টস (এসপিইডি) এর সহযোগীতায় লোক কেন্দ্রের সদস্যও এলাকার জনসাধারণের অংশগ্রহনে অনুষ্ঠিত এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করে তৃণমূল জনসংগঠন সীতাকুন্ডের গুলিয়াখালী জনকেন্দ্র।
সমাবেশে বক্তব্য রাখেন গুলিয়াখালী জন কেন্দ্রের ম্যানেজার আলেয়া বেগম, জন প্রতিনিধি আবুল কালাম আজাদ ভূঁইয়া, উন্নয়ন কর্মী জেসমিন আক্তার, লোককেন্দ্রের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় গণতান্ত্রিক বাজেট ও কর সুশাসন এবং ন্যায্যতা খুবই জরুরী। কেননা বাজেট যেহেতু জনগণের জন্য, জনগণের টাকায় হয়; সেজন্য বাজেট তৈরীর সময় যাতে জনগণের অংশগ্রহন থাকে সেটা নিশ্চিত করা দরকার। সাথে আছে সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবগিহিতার বিষয়টাও। রাষ্ট্রের নাগরিকদের আসলে এগুলি জানা উচিত। এমন একদিন আসবে যেদিন জাতীয় বাজেট তৈরী প্রক্রিয়ায় জনগণ থাকবে এবং এর সাথে আইনের যে জটিলতা ও হয়রানি আছে তা পরিবর্তন হবে এবং দেশ উন্নয়নে আরো এগিয়ে যাবে। আমাদের এ আন্দোলন বৃথা যাবে না। এসব কার্যক্রম তৃণমূল পর্যায়ের মানুষদের বিশেষ করে নারী, পুরুষ ও তরুণদের বাজেট ও কর সুশাসন শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরী করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *