সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কুমিরা ফরচুন শীপ ইয়ার্ডে শ্রমিক অসন্তোষ

কুমিরা ফরচুন শীপ ইয়ার্ডে শ্রমিক অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক,২৩জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ডে সরফুদ্দিনের মালিকাধীন ফরচুন শীপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরা সাগর উপকূল এলাকায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা যায়,আগামী সোমবার অথবা মঙ্গলবার ঈদকে সামনে রেখে শ্রমিকদের কয়েক মাসের বেতন-বোনাস না দিয়ে মালিক পক্ষের লোকজন শীপ ব্রেকিং ইয়ার্ড বন্ধ করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষের মত ঘটনা ঘটে। ইয়ার্ডে থাকা প্রায় ৮০/৯০ জন শ্রমিক ইয়ার্ডে সামনের গেটে তালা বন্ধ করতে মালিক পক্ষের লোকজন বাধা প্রদান করে এবং শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বেতন বোনাস দিয়ে ইয়ার্ড বন্ধ করতে বললে মালিক পক্ষের সাথে শ্রমিকদের তর্ক-বির্তকের পর হালকা সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পরবর্তী ঘটনাস্থলে সীতাকু- থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইয়ার্ডের শ্রমিকদের দায়িত্বে থাকা রুহুল আমিন বলেন,‘ঈদকে সামনে রেখে আমরা বেতন-বোনাস নিয়ে বাড়ি যাবো। কিন্তু আমাদের বেতন-বোনাস না দিয়ে মালিকের লোকজন ইয়ার্ডের গেটে তালা দিতে গেলে শ্রমিকরা বাধা দেয়।’
ইয়াডটির ম্যানেজার বিপ্লব বাবু বলেন,‘এখানে শ্রমিক অসন্তোসের কোন ঘটনা না,মালিক পক্ষের সাথে কন্টাটারের ভূল বোঝাবুূঝি।’
এসব বিষয়ে জানতে চাইলে সীতাকু- থানার তদন্ত অফিসার আমিনূল ইসলাম বলেন,‘আমি যতদূর জানি মালিক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শ্রমিক অসন্তোষের বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা শ্রমিকদের সাথে কন্টাকটারের সমস্যা। ইয়ার্ডের স্ক্যাপ বিক্রি করে শ্রমিকদের টাকা না দেওয়ার ঈদকে সামনে রেখে এ ধরণের শ্রমিক অসন্তোষের ঘটনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *