সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে শিশু অপহরণ ঃ কয়েক ঘন্টা পর উদ্ধার

সীতাকুন্ডে শিশু অপহরণ ঃ কয়েক ঘন্টা পর উদ্ধার

IMG_0351ইব্রাহিম খলিল,২৩ জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে এক শিশুকে অপহরণ করার কয়েক ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ইফতারের সময় পৌরসদরের শিবপুর এলাকায় মোহরম আলীর স্কুল পড়–য়া ছেলে মোরশেদ (১২) ইফতার আনতে দোকানে গেলে ঐখান থেকে পুশলিয়ে একটি চক্র তাকে অপহরণ করে। অপহরণ চক্রটি মোরশেদকে ধরে হাত বেঁধে একটি সিএনজি করে শিবপুর এলাকা থেকে মহাসড়কে দিকে নিয়ে আসার সময় পল্লী বিদ্যুত অফিসের সামনে বিপরীত থেকে আসা একটি মাইক্রো গাড়ি দেখে পুলিশের গাড়ি মনে করে শিশুটিকে রাস্তার পাশে ফেলে দেয়। চালাক শিশুটি দৌড়ে একটি গাছের নিচে লোকিয়ে থাকে পরে সে পল্লী বিদ্যুতের একটি বাসায় আশ্রয় নেয়। এদিকে মাইক্রোটি চলে গেলে অপহরণকারীরা আবার ছেলেটিকে খুজতে থাকে। এদিকে চেলে হাত বাঁধা অবস্থায় পল্লীবিদ্যুতের কর্মকর্তারা স্থানীয় কাউন্সিলর জয়নালের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে মোরশেদ এর মা মনোয়ারা বেগমসহ আত্মীয় স্বজন কাউন্সিলরের বাড়িতে ছুটে আসে। মনোয়ার বেগম জানায় মোরশেদের বাবা মোহরম আলীকে একটি হত্যা মামলায় সন্দেহবান আসামী বানিয়ে আটক করে তার প্রতিপক্ষরা। পতিপক্ষ মদিনউল্লাহর ছেলেরাই আমার ছেলেকে অপহরণ করে হত্যা করতে চেয়েছিল।
স্থানীয় কাউন্সিলর জয়নাল আবেদীন জানায় কিছু মানুষ অপহরণকারীদের থেকে বেঁচে যাওয়া হাত বাঁধা অবস্থায় একটি শিশুকে নিয়ে আসে। পরে ছেলেটিকে শিবপুর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী শামিমের জিম্মায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাউন্সিলর শামিম জানায় এ ব্যাপারে সীতাকুন্ড থানায় একটি অপহরণ মামলার প্রস্তুতি চলছে। সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানায় ঘটনাটি শুনেছি মামলা হলে ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *