সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কোরবানের পশু মোটা তাজা করণ বন্ধে সীতাকুন্ডে দুটি টিম মাঠে

কোরবানের পশু মোটা তাজা করণ বন্ধে সীতাকুন্ডে দুটি টিম মাঠে

cow photo 1,,,শেখ সালাউদ্দীন,২৬সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস)
সারা দেশের মত সীতাকুন্ডে কোরবানের পশু অবৈধ ঔষধের মাধ্যমে মোটা তাজাকরণ বন্ধে ও পশুর চামড়া সংরক্ষণে উপজেলা প্রাণী সম্পদ এর পক্ষথেকে নানা রকম প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। এব্যাপারে সীতাকু-ে দুটি ভেটেরিনারী টিম বেশ কিছুদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন বলে উপজেলা প্রানী সম্পদ অফিস সূত্রে জানা গেছে। জানাযায়,আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর মাংস যেন জনস্বাস্থ্যের জন্য কোন ক্ষতিকর প্রভাব না ফেলে সে ব্যাপারে সরকার উপযুক্ত নির্দেশনা জারি করেছেন।কোরবানী পশু মোটা তাজাকরনে অবৈধ ভেজাল ঔষধ ও সকল প্রকার ষ্টেরয়েড এর ব্যবহারে নিশিদ্ধ করে সরকার মৎস্য ও পশুর খাদ্যআইন ২০১০ ও পশু খাদ্য বিধিমালা প্রণোয়নও জারি করেছেন। এ ব্যাপারে খামারীদের পশু মোটা তাজাকরণে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে উৎসাহীত করা ও কোন ক্ষতিকর ঔষধ ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। উপজেলার সকল ভেটেরিনারী ঔষধ বিক্রেতাকে রেজিষ্টার্ড পশু চিকিৎসকের ব্যবস্থা পত্র ব্যথীত ঔষধ বিক্রি না করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোরবানী পশু দেহজাত খাদ্য মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ রাখতে জিরো টনার‌্যান্স প্রদর্শন করা হয়।এ ব্যাপারে সীতাকু- উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সর্বদা সজাগ থেকে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়া কোরবানী পশু মোটা তাজাকরণে কোন ভেজাল অবৈধ বা ক্ষতিকর ঔষধ ষ্টেরয়েড ব্যবহারে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান আদালতের পরিচালনার মাধ্যমে দায়ী ব্যক্তিকে কঠোর সাস্তি দিতে সরকার নির্দেশনা দিয়েছেন এবং তা পালনে বদ্ধ পরিকর বলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন জানান। তিনি আরো বলেন,কোরবানী পশুর দেহথেকে চামড়া ছাড়ানোর নিয়মাবলি সম্পর্কে জনগনকে সচেতনতা করা হচ্ছে।কারণ চামড়া একটি মূল্যবান সম্পদ। প্রতিবছর চামড়াজাত দ্রব্যাদী রপ্তানী করে প্রায় ১৫’শত কোটি টাকা আয় করে থাকে।এ ছাড়া কোরবানী পশু জোবাই করার পর অন্যান্য নারীভুড়ি থেকে জৈব সার তৈরীর ব্যাপারে জনগনকে সচেতন করা হচ্ছে। এদিকে পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুর শেখ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা রুবিয়া খাতুন বলেন,উপজেলা পশু সম্পদ অফিসের পরামর্শ অনুযায়ী অবৈধ ঔষধ ছাড়াই সাধারণ দানাদার ও কাঁচা ঘাস ব্যবহারে গবাদী পশু মোটা তাজাকরণ সম্ভব হয়েছে।তিনি বলেন,গত বছর একটি গ্রাম থেকে আমার ছেলে সাহাব উদ্দিন একটি ছোট দেখে দেশীয় ফ্রেজিয়ান শাহীওয়ান ক্রোস ষাঁড় গবাদী পশু ক্রয়করে বাড়িতে নিয়ে আসে এই কোরবানে বিক্রি করার উদ্দেশ্যে।কোন অবৈধ ঔষধ ছাড়াই বর্তমানে এ পশুটি খুব মোটা তাজা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *