সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / গণতন্ত্র ও জাতীয় স্বার্থেই অবাধ ও নিরেপক্ষ পৌরসভা নির্বাচন অনুষ্ঠান জরুরি

গণতন্ত্র ও জাতীয় স্বার্থেই অবাধ ও নিরেপক্ষ পৌরসভা নির্বাচন অনুষ্ঠান জরুরি

মোঃ ইউছুপ,২৯ডিসেম্বর(সীতাকুণ্ড টাইমস)-
আগামীকাল দেশে ২৩৪ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিরোধী রাজনৈতিক জোটের প্রধান শরীক বিএনপিসহ প্রায় সব দলই এ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরেপক্ষভাবে সম্পন্ন হোক- এটাই সাধারণ প্রত্যাশা।
আশার কথা, আওয়ামী লীগ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদসম্মেলনে বলেছেন, ” ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচন অবাধ, নিরেপক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।”
দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থেই অংশগ্রহণমূলক এ পৌরনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। দলীয়প্রতীকে পৌরনির্বাচন হলেও এ নির্বাচনের ফলাফলে সরকারের কিছুই যাই-আসে না।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ নির্বাচনকে যেকোনো মূল্যে সবার কাছে গ্রহণযোগ্য করতে হবে।
কেননা, বিরোধী জোট এ নির্বাচনকে ঘিরে যাতে “৫ জানুয়ারি”র জন্যে আন্দোলনের নতুনকোন ইস্যু না পায় সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *