সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / গুলিয়াখালীতে এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশাল সংবর্ধনা

গুলিয়াখালীতে এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশাল সংবর্ধনা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
২৬ জুন- বুধবার বিকালে ২০১৯ ইং সনের মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরনী সভার আয়োজন করে গুলিয়াখালী সমাজকল্যাণ সংঘ। সংগঠনটির সভাপতি মোঃ রমজানের সভাপতিত্বে ও জিয়াউল হোসাইনের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমেঃ ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমীন শফি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নোয়ামিয়া কন্ট্রাক্টর, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শহীদুল ইসলাম শহীদ, প্রাক্তন ছাত্রনেতা ও সমাজহিতৈষী মোঃ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ও আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন প্রমুখ। সভায় প্রায় অর্ধশতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন পুরুস্কার বিতরন করা হয়। সকল এসএসসি উত্তীর্ণ ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ সভাস্হল গুলিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনাতনে এসে উপস্হিত হলে রজনীগন্ধা ফুল ও মুর্হু মুর্হু করতালী ও ‘শিক্ষার আলো- ঘরে ঘরে জ্বালো’ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিলনায়তন। উল্লেখ্য যে, রেকর্ড সংখ্যক গুলিয়াখালী এলাকার ছাত্র-ছাত্রীগণ সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়, ক্যাপ্টেন সামছুল হুদা উচ্চ বিদ্যালয় ও অন্যান্য স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, মেধা সম্পন্ন কোন ছাত্র- ছাত্রী যেন অর্থনৈতিক সংকটকে বোঝা মনে করে অধ্যাবসায় যেন বন্ধ না করে। তিনি বলেন, মেধাবী ছাত্র- ছাত্রী অর্থনৈতিক সংকট হলে যে কোন মূল্যে তার শিক্ষাজীবন প্রয়োজনীয় নানান সহযোগীতায় পাশে থাকব আমরণ। সকল অভিভাবককে তাদের সন্তানরা সময়মত ঠিকভাবে লেখাপড়া করছে কি না তা লক্ষ্য রাখতে হবে নতুবা আশা আকাংখা ব্যাহত হবার আশংকাকে উড়িয়ে দেয়া যাবে না। প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন শফি বলেন, সবাই পড়ালেখায় মনোযোগ দিন। কথা দিলাম পাশে থাকব। নোয়া মিয়া কন্ট্রাক্টর বলেন, শিক্ষাদীক্ষায় যারা ভাল করবে তাদের জন্য সবই করতে প্রস্তুত। মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, আমি পেশায় শিক্ষক। সাধ্য ও সামর্থ্যের মধ্যে সম্ভব গরীব পিতা-মাতা যারা সন্তানদের পড়ালেখায় অসমর্থ্য জানাবেন। সম্ভব সকল সহযোগীতায় থাকব ইনশাল্লাহ। যুবনেতা শহীদুল ইসলাম শহীদ বলেন, মেধাবী অথচ গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিত্ত্ববাণদের পায়ে ধরে হলেও সহযোগীতা করতে সচেষ্ঠ থাকব। যুবনেতা বেলাল হোসেন বলেন, যখন যেখানে যেতে হয় এ এলাকার কৃতি শিক্ষার্থীদের জাতির যোগ্য সন্তান হিসেবে গর্ব করবার মত বাসনায় আমি ও সর্বদা প্রস্তুত। শিক্ষিকা পারভীন বলেন, একই এলাকার এত শিক্ষার্থী একই সাথে এসএসসি পরীক্ষায় পাশ করাতে গর্বে বুকটা ভরে গেল। অনুষ্ঠান শেষে মোনাজাত ও তাবরুক বিতরনীর মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *