সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চারদিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলো বাড়বকুন্ডের স্কুল ছাত্র সায়েম

চারদিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলো বাড়বকুন্ডের স্কুল ছাত্র সায়েম

‍সীতাকুণ্ড টাইমস নিজস্ব প্রতিনিধি,৮নভেম্বর(সীতাকুণ্ড টাইমস)- চারদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলো বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আবু শাহাদাত সায়েম(১৩)। গত বৃহস্পতিবার বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চারদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে গত শনিবার রাতে তার মৃত্যু হয়। সায়েমের মৃত্যুতে বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ রবিবার মাগরিবের নামাজ শেষে মিয়াজী পাড়া জামে মসজিদে স্কুল ছাত্র সায়েমের দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাড়বকুণ্ড স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বাড়বকুণ্ড অলিনগর গ্রামের ড. মোহাম্মদ হোসেন একাডেমির শিক্ষিকা রেহেনা আক্তার বানুর একমাত্র ছেলে সায়েম। জানা যায়, সায়েম দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। সে বাড়বকুণ্ড ইউনিয়ন চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর বোনের ছেলে।
বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন জানান, অষ্টম শ্রেণীর ছাত্র সায়েম খুব মেধাবী হাস্যোজ্জ্বল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *