সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বিপদ কেটেছে সীতাকুন্ড, ‘মহাসেন’ নিষ্ক্রিয়,আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ ঃ বিদুৎহীন সীতাকুন্ড

বিপদ কেটেছে সীতাকুন্ড, ‘মহাসেন’ নিষ্ক্রিয়,আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ ঃ বিদুৎহীন সীতাকুন্ড

মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,
১৬ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-

sitakuns mohasin picদুইদিন আতংকে থাকার পর সীতাকুন্ডের উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঝড় এবং বাতাস বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করে। বেলা ১টার সময়  মহাসেন সীতাকুন্ডের উপর যাওয়ার সময় দ্রুত বেগে বাতাস বয়ে গেলেও তেমন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও সীতাকুন্ডে উপকূলী অঞ্চলের প্রায় শতাধিক বাড়িঘর নষ্ট হয়েছে। সৈয়দপুর উপকূল অঞ্চলে স্থানীয় এমপি আলহাজ্ব এবিএম আবুল কাসেম পরিদর্শন করেছেন। এছাড়া বিএনপি নেতা দিদার মাহমুদ চৌধুরী বাঁশবাড়িয়া আকিলপুর এলাকায় পরিদর্শন করেছেন। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার শাহীন ইমরান জানায় ঘুর্নিঝড় মহাসেনে সীতাকুন্ডে তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও আমরা সীতাকুন্ডের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থান পরিদর্শন করছি। যে সব পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য সরকারী বরাদ্ধ হলে যথাযথ নিয়মে বন্টন করা হবে । আকিলপুরের বাসিন্দা মামুন জানায় ঝড়ো বাতাসে বেশ কয়েকটি গাছ পরে কয়েকটি ঘর ধসে পরে।
এদিকে সীতাকুন্ড পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নে বিদুৎ নেই দুইদিন ধরে। এলাকার মানুষরা বিদ্যুতের কারনে অতিষ্ট হয়ে পড়েছে। নাছির উদ্দিন অনিক জানায় মোবাইল চার্জ দিতে পারছেনা। ফলে সামাজিক যোগাযোগ ব্যবন্থা বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *