সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ভাটিয়ারী হাই স্কুলের সহপ্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ঃ মানববন্ধন, স্মারক লিপি প্রদান

ভাটিয়ারী হাই স্কুলের সহপ্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ঃ মানববন্ধন, স্মারক লিপি প্রদান

02নিজস্ব প্রতিবেদক,২৮অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজ্বী টি এ সি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী আজমকে বরখাস্তের প্রতিবাদে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহম্মদ মাহাবুবুল আলমের কাছে স্মারক লিপি দিয়েছে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এর পূর্বে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে ব্যাংক এশিয়ার সামনে মানব বন্ধন করে।
বিদ্যালয়ের সাবেক ছাত্রী দেলোয়ারা বেগম বলেন, আলী আজম মাস্টার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে সততার সাথে শিক্ষকতা করছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতিসহ কয়েকজন সদস্য অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করাতে তাকে পরিকল্পিত ভাবে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বরখাস্ত করেছে। তারা অনতিবিলম্বে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশ দাবি করেন বরখাস্তের বিষয়টি অভ্যন্তরিন। তবে কোন শিক্ষার্থী ক্লাস বর্জন বা মানব বন্ধন করেনি। যারা করবে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যালয়ের অপর শিক্ষার্থী জয়নাল জানান, প্রধান শিক্ষকসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা তাদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আন্দোলন করলে স্কুল থেকে বহিষ্কার করবে বলেও হুমকি দিচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার মোহাম্মদ আজম বলেন, একাধিক অভিযোগ থাকায় সহকারি প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধান শিক্ষখ মঙ্গলবার থানায় জিডি করেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *