সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপ সমবায়ী পরিষদ গঠনে সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ সমবায়ী পরিষদ গঠনে সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ থেকে মোবারক হোসাইন,সীতাকুণ্ড টাইমসঃ
সন্দ্বীপস্থ সমবায় সমিতির
সদস্যদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে একটি ফোরাম গঠনের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত দুই সেপ্টেম্বর বুধবার অপরাহ্নে দি সেবা মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খ্যাতিমান সমবায়ী রয়েল মাল্টিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম আকবর। স্বাগত বক্তব্য রাখেন সভার আহবায়ক মেঘনা সঞ্চয়ের চেয়ারম্যান সাইফুল ইসলাম ইনসাফ।
এতে আলোচনা ও মতামত ব্যক্ত করেন পাবলিক সঞ্চয়ের প্রতিষ্ঠাতা কবি কাজী শামসুল আহসান খোকন, আমিরাত সেভিংসের চেয়ারম্যান রহিম উল্যা, রূপালী ক্রেডিট প্রতিনিধি সমবায়ে বিশেষ অবদানে বীর প্রতীক কর্ণেল (অবঃ) দিদারুল আলম ফাউঃ সম্মাননা প্রাপ্ত সমবায়ী কামরুল ইসলাম টিটু, প্রাইম সঞ্চয়ের চেয়ারম্যান মাস্টার আমিন রসুল হেলাল, আল বারাকার ভাইস চেয়ারম্যান কৃষক লীগ নেতা আবু নাসের পেলিশ্যা, পর পর দু’বার জেলার সেরা সমবায়ের পুরুষ্কার প্রাপ্ত সমিতি দি সেবার চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, গ্রীণ বাংলার চেয়ারম্যান মিলাদ উদ্দিন ভূঁইয়া, সন্দ্বীপ ন্যাশনাল সঞ্চয়ের চেয়ারম্যান কাজী আকতার হোসেন, দ্বীপ সোনালীর প্রতিষ্ঠাতা মোবারক হোসেন, দ্বীপালয় সঞ্চয়ের ব্যবস্থাপক বাবুল আকতার, প্রভাতী কর্মজীবীর চেয়ারম্যান আসিফ আকতার, দি সেবার সাঃ সম্পাদক মাইন উদ্দিন তালুকদার, ব্যবস্থাপক হামিদ উল্যা প্রমুখ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের নামকরণ করা হয় সন্দ্বীপ সমবায়ী পরিষদ, এর লক্ষ উদ্দেশ্য নির্ধারণ করা হয়-সমবায়ীদের মধ্যে ঐক্য সৃষ্টি, সমবায়ীদের সমস্যা নির্ধারণ, ঐক্যবদ্ধ প্রচেস্টায় যে কোনো সমস্যার সমাধান, সমিতির আমানতের সুরক্ষায় সম্মিলিত প্রচেস্টা, খেলাপী ও বকেয়া কিস্তি আদায়, সমিতির হিসাব ও রেজিস্ট্রার সংরক্ষণে দক্ষতা অর্জন সমিতিসমুহ হতে অর্থ আত্মসাতকারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,অংশগ্রহণমূলক ভাবে জাতীয় সমবায় দিবস পালনের মাধ্যমে সমবায়ের চেতনা জাগরিত করা, সমবায়ীদের প্রশিক্ষণ, আধুনিক ও যুগোপযোগী হিসাব ব্যবস্থা প্রচলন, অসৎ, দুর্ণীতিবাজ, ঘুষখোর, দুর্বৃত্ত, চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিরোধের মাধ্যমে রুগ্ন সমিতিগুলোকে আর্থিক ভাবে স্বচ্ছল, সক্রিয় সমিতিগুলোর উত্তোরোত্তর সমৃদ্ধির মাধ্যমে সদস্যদের কল্যাণ, সামাজিক দায়িত্ব পালন, সর্বোপরি সদস্যদের আর্থিক নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেস্টায় কাজ করা। সভায় সর্বসম্মতিতে নিম্নরূপ আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক- কাজী শামসুল আহসান খোকন, যুগ্ম আহবায়ক-রহিম উল্যা, কামরুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম ইনসাফ
সদস্য সচিব-মোঃ ওমর ফারুক
সদস্য- নজরুল ইসলাম আকবর,কাজী আকতার, আবুনাসের পেলিশ্যা, বাবুল আকতার, আব্দুল হান্নান, মোঃ মাসুদ। এছাড়া সকল সমিতির সকল সদস্য পরিষদের সদস্যভুক্ত বলে গণ্য হবেন। তবে প্রত্যেক সমিতি হতে একজন মনোণীত প্রতিনিধি থাকবেন যিনি সাংগঠনিক পদ গ্রহণ করে নিজ সমিতির পক্ষে দায়িত্ব পালন করবেন। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে সন্দ্বীপের সকল সমিতিকে সদস্যভুক্ত করবেন, একটি খসড়া ম্যানিফ্যাস্টো প্রণয়ন করে সদস্যদের মতামতের ভিত্তিতে চুড়ান্ত অনুমোদন শেষে নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *