সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সমকালের সাংবাদিক বাবরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা

সমকালের সাংবাদিক বাবরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা

received_1748195038541686 নিজস্ব প্রতিবেদক,(সীতাকুণ্ড টাইমস)-
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাদি।

আজ মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন চট্টগ্রাম প্রেসক্লাবে এসে প্রত্যাহারের এ ঘোষণা দেন।

এ সময় তিনি ভুল বোঝাবুঝির কারণে এ মামলা হয়েছে উল্লেখ করে খুব দ্রুততার সাথে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা প্রত্যাহার করবেন বলে জানান।

এ সময় তার সাথে ছিলেন উত্তর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. বখতেয়ার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক রাশেদ মাহমুদ, সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরওয়ার সুমন, সিইউজের সদস্য আজাদ তালুকদার প্রমুখ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে সংবাদ প্রকাশ করায় রোববার (০২ জুলাই) রাতে হাছান মাহমুদের অনুসারী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *