সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সলিমপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে পরিষদ ঘেরাও

সলিমপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে পরিষদ ঘেরাও

মোঃ জাহেদ, ২০ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড উপজেলার ১০নং ছলিমপুর ইউপি পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের বিরুদ্ধে বিভিন্ন দূনীতি ও সদস্যদের লাঞ্চিত করার প্রতিবাদে সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও স্থানীয়রা চেয়ারম্যানের অপসারণ দাবি করে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। শনিবার দুপুর ১২টার সময় মেম্বার,সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় ৩ শতাধিক নারী-পুরুষ এ ঘেরাও কর্মসূচীতে অংশগ্রহন করেন। সূত্রে জানা যায়,চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় নানা ভাবে কাবিখা,রাস্তা মেরামতের টাকাসহ বিভিন্ন দূনীতি করে আসছেন। এসব দূর্নীতির কোন রকম টাকা-পয়সা সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের না দিয়ে নিজেই একক ভাবে সব হজম করছে । এরই কারণে কয়েকজন সদস্য ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ সোলেমান,৮নং ওয়ার্ডের সদস্য মোঃ নাজিম উদ্দিন,৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য ও ৪,৫,৬ জয়নাব বিবি জলি গত কিছু দিন আগে সাদা কাগজে স্বাক্ষর করে উপজেলা কর্মকর্তার বরাবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের বিষয় চেয়ারম্যান জানার পর সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে সদস্য ও মহিলা সদস্যদের বৈঠকের ডাক দিয়ে বহিরাগত লোক ডেকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। চেয়ারম্যানের এসব দূনীতি,সদস্য ও মহিলা সদস্য লাঞ্চিত করার প্রতিবাদে ইউনিয়নের স্ব স্ব ওয়ার্ডের সদস্য ও স্থানীয় লোকজন মিলে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানের অপসারণ দাবি করে। এ সময় বিক্ষুদ্ধ জনতা বিভিন্ন শ্লোগানে ইউনিয়ন পরিষদের আশে পাশে অবস্থান করে। অবশ্যই এ সময় চেয়ারম্যান গুরুত্বপূর্ন মিটিং দেখিয়ে উপজেলায় চলে আসে। দূনীতি ও লাঞ্চিতের বিষয়ে ৭নং ওয়ার্ড সদস্য সোলেমান জানান,চেয়ারম্যান আমাদের কয়েকজন মহিলা সদস্যকে বহিরাগত লোক দিয়ে লাঞ্জিত ও বিভিন্ন সময় দূনীতির প্রতিবাদে আমরা চেয়ারম্যানের অপসারণ দাবি করছি এবং আমরা সবাই মিলে উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর স্বারক লিপি দেব।
এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন,বৈঠকে কথাকাটি হয়েছে ঠিক,এখানে সদস্যদের লাঞ্চিতের ঘটনা ঘটেনি। আর বৈঠকে বহিরাগত কেউ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *