সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সোমবার ২০-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল

সোমবার ২০-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক,২০সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস)-
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল বাতিলের দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী ইস্যুতে হরতাল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে পাস হয়। সরকারি ও বিরোধী দলের সমর্থনে বিলটি পাস হয়।
বিলটি সংসদে উঠার আগেই দেশের আইনজীবীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে বিরোধিতা করা হয়। একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা গেলে বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *