সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে কদমরসুল এলাকা থেকে ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩

সীতাকুণ্ডে কদমরসুল এলাকা থেকে ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩

সাইফুল ইসলাম,১৮এপ্রিল(সীতাকুন্ড টাইমস ডটকম)-
চট্টগ্রামের সীতাকুণ্ডে কদম রসুল ইস্ট ওয়েস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিচসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন মো. আরিফ হোসেন শাওন (২৩), মো. শরীফ উদ্দিন (২৮) ও গাড়ির চালক মো. আলিফ (৪৪)।

আজ শুক্রবার সকালে র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা ও এএসপি মো. আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কাপড়সহ তাদের আটক করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

র‌্যাব সূত্রে জানা যায়, অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় চট্টগ্রামে আনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব। একটি কাপড় ভর্তি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- কদম রসুল এলাকায় এলে ওই ট্রাক আটক করে তল্লশী চালানো হয়। এসময় এক হাজার ৯৪ পিচ ভারতীয় শাড়ি, ৩০২ পিচ ভারতীয় থ্রি-পিচসহ একটি ট্রাক (চট্ট মেট্রো-ড-১১৪৯) আটক করা হয়। এসব কাপড়ের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৭ লাখ টাকা বলে জানা গেছে।

র‌্যাবের স্টাফ অফিসার মো: মফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *