সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে কাউন্সিলর মামুনের বিরুদ্ধে এবার ট্রাক লুটের মামলা

সীতাকুন্ডে কাউন্সিলর মামুনের বিরুদ্ধে এবার ট্রাক লুটের মামলা

নিজস্ব সংবাদদাতা,১২সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ডে বিতর্কিত পৌর কাউন্সিলর ও আ.লীগ নেতা মাইমুন উদ্দিন মামুনের বিরম্নদ্ধে এবার ট্রাক লুট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার পন্থিছিলা এলাকায় একটি বালুর ট্রাক লুট ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের হয়।মামলার বাদি লুটকৃত মালামালের মালিক মো. আবুল কালাম জানান, গত সোমবার রাতে পন্থিছিলা এলাকায় সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মাইমুন উদ্দিন মামুন দলবল নিয়ে তার বালু ভর্তি একটি ট্রাক আটক করে মালামাল লুট করে। ছিনিয়ে নেওয়া হয় ট্রাক চালকের মোবাইল এবং টাকা-পয়সাও। এসময় এলাকাবাসী মামুনকে আটক করলেও পরে তার দলবল এসে তাকে জোরপূর্বক নিয়ে যায়। আবুল কালাম আরো অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইট বালি সাপস্নাইয়ের ব্যবসা করে আসছেন। কিছুদিন আগে থেকে এলাকার সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা মাইমুন উদ্দিন মামুন তাকে নানারকম হুমকি ধমকি দিয়ে ব্যবসা করতে বাধা দিয়ে চাঁদা দাবি করছিলো। কিন্তু চাঁদা না দেওয়ায় সোমবার রাতে তার বালু ভর্তি ট্রাক আটক করে মালামাল লুট করা হয়। সীতাকুন্ড থানার ওসি মো.ইফতেখার হাসান ট্রাক লুট ও চাঁদাবাজির অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।প্রসঙ্গত, গত সংসদ নির্বাচন চলাকালীন দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা করে মামুনের লোকজন। কিন্তু এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদেরও দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এছাড়া অভিযুক্ত মাইমুন উদ্দিন মামুনের বিরম্নদ্ধে ইতিপূর্বেও যুবলীগ নেতা হত্যা, সাংবাদিকের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *