সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে চিরনিদ্রায় বিএনপি নেতা এলকে সিদ্দিকী ঃ জানাযায় হাজারো মানুষের ঢল

সীতাকুন্ডে চিরনিদ্রায় বিএনপি নেতা এলকে সিদ্দিকী ঃ জানাযায় হাজারো মানুষের ঢল

janaja final picনিজস্ব প্রতিবেদক,৩আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার,বিএনপির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী। রবিবার বিকাল ৫ টায় সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর ৫ম জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা পূর্বে উপস্থিত জনতার মাঝে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি এবিএম আবুল কাসেম বলেন সীতাকুন্ডবাসী আজ একটি বড় সম্পদ হারিয়েছে। এই সাদামনের মানুষকে আজ আমরা হাসিমুখে বিদায় জানাচ্ছি। বক্তব্য রাখেন সাংসদ দিদারুল আলম। স্মৃতি চারণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন একজন সৎ ও নিষ্ঠাবান আপোষহীন নেতাকে আজ আমরা হারাচ্ছি। তাঁর আদর্শকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদীদল বিএনপির সকল নেতাকর্মী আজ সীতাকুন্ডে ঐক্যবদ্ধ। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা সফিকুল মাওলা,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ এনামুল হক, সাবেক বিএনপির সভাপতি বজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা বজলুল করিম,এলকে সিদ্দিকীর ভাই সাবেক আইজিপি এ আই ওয়াই বি সিদ্দিকী,ছেলে আকসিন আহমেদ সিদ্দিকী। নামাজের ইমামতি করেন মাওলানা হুসাইন আহমদ। এছাড়া বিএনপি, আওয়ামীলীগ,জামায়াতের নেতা কর্মীরা।
এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নুর,পৌর চেয়ারম্যান নায়েক (অব) সফিউল আলম,সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,শিল্পপতি মাষ্টার কাশেম,পৌরবিএনপির সভাপতি ইউছুপ নিজামী,সেক্রেটারী কাউন্সিলর আজাদ,জামায়াত নেতা এডভোকেট হুসাইন মোঃ আশরাফ,ইসহাক কাদের চৌধুরী,প্রবিন বিএনপি নেতা বদিউল আলম,আলহাজ্ব ইকবাল হোসেন,ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন প্রমুখ। এছাড়াও আওয়ামীগ,বিএনপি জামায়াত নেতৃবৃন্দরা।
বাদে মাগরিব তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ রহমত নগর গ্রামের শেষ জানাযা হওয়ার পর মা বাবার কবরের পাশে শায়িত হলেন চিরনিদ্রায়। এর আগে সকালে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়,জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা,চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ও আগ্রাবাদ জাম্বুরি ফিল্ডে পৃথক পৃথক জানাযা অনুষ্ঠিত হয়েছে।
janaja pci-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *