সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সীতাকুন্ডে পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসূচীর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ঃ গরীব ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে

সীতাকুন্ডে পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসূচীর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ঃ গরীব ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে

pmt-pic-timesনিজস্ব প্রতিনিধি,৩০অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ডে হতদরিদ্র ছাত্রছাত্রীদেরকে সেকায়েপ এর আওয়াতায় এনে উপবৃত্তি ও বেতন সহায়তা প্রকল্পে অর্ন্তভূক্ত করার জন্য পিএমটি বুথ সদস্য ও সুপারভাইজারগনের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন এর সঞ্চালনে ৩০অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছাফা, উপ প্রকৌশলী নজরুল ইসলাম।
মাধ্যমিক শিক্ষা অফিসার জানায় দেশের নতুন ৯০টি উপজেলায় সেকায়েপ দরিত্র ছাত্রছাত্রীদের উপবৃত্তি সহায়তা দিবে । সীতাকুন্ডেও এ প্রকল্পের আওতায় গরীব ছাত্র-ছাত্রীদের কাজ থেকে আগামী ৩ নভেম্বর থেকে প্রত্যেক ইউনিয়নে পিএমটি বুথ এর মাধ্যমে ফরম পূরণ করা হবে। তিনি আরও জানায় পূর্বের যেসব ছাত্র ছাত্রীরা উপবৃত্তির আওতায় ছিল তারাও নতুন করে আবার নির্ধারীত বুথে অভিভাবক সহ এসে পিএমটি ফরম পূরণ করে জামা দিতে হবে। সীতাকুন্ড উপজেলা প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৩টি পুরাতন ওয়ার্ডে একটি করে পিএমটি বুথ করে ১০দিন ব্যাপী ফরম গুলো সংগ্রহ করা হবে। সীতাকুন্ডের সকল স্কুল মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত গরীব ছাত্রছাত্রীরা এ ১০দিনের মধ্যে স্থানীয় বুথে গিয়ে অভিভাবকসহ আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *