সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে পৃথকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন এমপি ও উপজেলা চেয়ারম্যান

সীতাকুন্ডে পৃথকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন এমপি ও উপজেলা চেয়ারম্যান

Sitakund sheak hasina birthday photo-2কাইয়ুম চৌধুরী,২৮ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে এমপি ও উপজেলা চেয়ারম্যান পৃথক পৃথক ভাবে শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন করেছে। চট্টগ্রাম-৪ আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এল.কে সিদ্দিকী স্কয়ার মিলনায়তনে রবিবার বিকাল ৪টায় জন্মদিন পালন উপলক্ষ্যে এক সমাবেশ আয়োজন করে। দিদারুল আলম এমপির সভাপতিত্বে ও রেহান উদ্দিন রেহান চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র নায়েক অব. শফিউল আলম, জেলা আ.লীগ নেতা মহিউদ্দিন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, জেলা শ্রমিকলীগের শ্রম সম্পাদক নুর আহম্মদ, তাজুল ইসলাম চেয়ারম্যান, ছাদাকাত উল্যাহ চেয়ারম্যান, রেজাউল করিম বাহার চেয়ারম্যান, শওকত আলী জাহাঙ্গীর চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস, অর্থ সম্পাদক আলাউদ্দিন, আ.লীগ নেতা নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, মাহবুবুল আলম, জালাল আহমেদ, আব্দুল হাদী, সিরাজদৌলা ছুট্টো, এজেএম হোসেন লিটন, প্যানেল মেয়র জুলফিকার আলী শামিম, সফিউল আলম মুরাদ, রহুল আমিন, বাহর উদ্দিন, জাহেদ হোসেন বাবু, নুর মোহাম্মদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী ফারুকসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম বলেন, এইদেশে রাজাকারের স্থান নেই। যারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যকে নিমর্মভাবে হত্যা করেছে তারা জয় বাংলায় থাকতে পারে না। পারবেনা। আলোচনা শেষে ২৮ পাউন্ড কেক কেটে জন্মদিন অনুষ্ঠান সমাপ্ত করেন।
অন্যদিকে চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন বলেন, যুদ্ধাপরাধীরা এদেশকে অশান্ত করে দিয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তিনি বর্তমান সরকারের সফল ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবি কামনায় মোনাজাত করেন।
তিনি রবিবার বিকাল ৩টায় সীতাকুন্ডে উপজেলা পরিষদ চত্বরস্থ তার কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালনকালে প্রধান অতিথির বক্তব্যে এই বক্তব্য দেন।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহ জাহানের সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে সাধারন সম্পাদক রবিউল হোসেন রবি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাঃ সম্পাদক আ.ম.ম দিলশাদ, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, আ.লীগ নেতা মনিরুল ইসলাম বাবুল, ইঞ্জিঃ আব্দুস সালাম, সর্দার নুর সোলেমান, নোয়ামিয়া কন্ট্রাক্টর, ইসমাইল সিরাজী, কাজী গোলাম মহিউদ্দিন, মোস্তাকিম আরজু, যুবলীগ নেতা সাহেদুল ইসলাম আরমান, মোঃ সাহাবুদ্দিন, মোঃ হারুন আর রসিদ, সহিদ বিল্লাল উদ্দিন, ইমরান খান, তাজুল ইসলাম পারভেজ, কামরুল ইসলাম, মোঃ সেকান্দর, আব্দুস সামাদ, আবুল কাসেম, ওসমান হায়দার, শওকত হোসেন রিপন, মোঃ খোকন, কামাল উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে বাড়বকুন্ড গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা আবু তাহের মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *