সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে পৃথক ২টি ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ১৪ডাকাত গ্রেফতার

সীতাকুন্ডে পৃথক ২টি ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ১৪ডাকাত গ্রেফতার

sitakund timesআব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,২৩অক্টোবর(সীতাকুন্ড টাইমস)
সীতাকুন্ডে রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ অভিযান চালিয়ে ১৪ডাকাত গ্রেফতার করেছে। পুলিশ জানায় বুধবার রাতে কুমিরা ও পন্থিছিলা এলাকায় সিএনজি অটোরিক্সা নিয়ে ডাকাতি করার সময় গুলিসহ ১টি এলজি, রামদা ৪টি,মোবাইল ১৪টি এবং ডাকাতির সময় ব্যবহৃত অনটেষ্ট টেক্সিসহ ১৪ডাকাতকে আটক করে। উল্লেখ্যযে গত মঙ্গলবার রাতে পন্থিছিলা এলাকায় ফরিদপুর ভোলাইমারী পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন এর গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনতাই করে। বুধবার মেয়র সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালায় পন্থিছিলা এলাকায়। রাতেই মেয়রের ব্যবহৃত মোবাইল সহ পন্থিছিলা থেকে স্থানীয় ৯ডাকাতকে গ্রেফতার করে। অন্যদিকে সীতাকুন্ড থানার এসআই মির মাহবুব কুমিরা বাইপাস রোডে ডাকাতি করার সময় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে। পন্থিছিলা এলাকা থেকে আটককৃত ডাকাতরা হল মোঃ দিদার(১৮),মোঃ মোশাররফ হোসেন(১৮), আনোয়ার হোসেন(২০), মোঃ তারেক হাসান(২২), রাশেদুল ইসলাম(২৩),মহরম আলী (২০), নুরের সালাম (২২) সর্ব সাং এয়াকুব নগর পন্থিছিলা। অপরদিকে কুমিরা থেকে আটককৃত ডাকাতরা হল জহিরুল ইসলাম(২৫),মোজাফফর (১৮),মজিবুর রহমান(১৯),মোঃ আসিফ(১৭),মোঃ অভি (১৮) সর্বসাং ফেনী ও ছাগল নাইয়া। এছাড়াও পুলিশ ২০পিচ ইয়াবাসহ মোঃ হারুন প্রকাশ রাজু(১৯) কে গ্রেফতার করে। সীতাকুন্ড টাইমসকে পুলিশ জানায় গ্রেফতারকৃতদের পৃথক পৃথক অস্ত্র ও ডাকাতি মামলায় চালান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *