সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে সিএনজি মালিক-শ্রমিক সমিতির সমাবেশে এমপি দিদার- হাইওয়েতেই চলবে সিএনজি অটোরিক্সা

সীতাকুন্ডে সিএনজি মালিক-শ্রমিক সমিতির সমাবেশে এমপি দিদার- হাইওয়েতেই চলবে সিএনজি অটোরিক্সা

Sitakund CNG malik-somik pic-1(1)নিজস্ব প্রতিবেদক,২৭সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড হাইওয়ে সিএনজি অটোরিক্সা নিষিদ্ধ করার প্রতিবাদে আয়োজিত সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের সমাবেশে প্রধান অতিথি স্থানীয় সাংসদ দিদারুল আলম বলেন এ সরকার শ্রমিক বান্ধব সরকার। আমার পরিবারও শ্রমিকদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। শ্রমিকদের ন্যায় সংগত দাবীর প্রতি আমি একমত। রাস্তায় ড্রাইভারদের হয়রানী বন্ধ করা হবে। ট্রাফিকদের ব্যাপক হারে চাঁদাবাজী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধে তিনি বাস্তাব প্রদক্ষেপ নিবেন। আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় এলকে সিদ্দিকী স্কয়ারে সিএনজি মালিক সমিতির সভাপতি সাংবাদিক জহেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া,সীতাকুন্ড পৌর মেয়র নায়েক(অব)সফিউল আলম। পৌরমেয়র বলেন সীতাকুন্ড পৌরসদরে সিএনজি টেক্সির জন্য ষ্টেশন করা হবে।
সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সামছুদ্দিন,প্যানেল মেয়র জুলফিকার আলী মাসুদ শামীম, মোঃ আলাউদ্দিন,সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর ভ্ঁইয়া,সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি নূরুল হুদা,সম্পাদক ফখরুল ইসলাম,সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি খাইরুল বশর,সম্পাদক মোঃ শাহ জাহান,বড় দারোগারহাট শ্রমিক সভাপতি দিদারসহ আরো বক্তব্য রাখেন মহিউদ্দিন,বাদশা,লোকমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঈদ মিয়া,সদস্য নাজিম উদ্দিন কনক, এজেএম হোসেন লিটন, খুরশেদ মেম্বার,সম্পাদক জাহিদ হোসেন বাবু,উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ চৌধুরী ফারুক,পৌরসদর বাজার কমিটির সাধারণ সম্পদক রেজাউল করিম বাহার,শ্রমিকদের মধ্যে শাহ আলম,জাফর,লোকমানসহ প্রমুখ। অনুষ্টান শেষে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এক বিশাল র‌্যালি সভাস্থল থেকে থানা পর্যন্ত গিয়ে ফের সভাস্থলে ফিরে আসে। এদিকে অনুষ্ঠান চলাকালীন সময়ে সীতাকু- উপজেলার প্রায় ১৩০০ শতাধিক সিএনজি অটো-রিক্সা বন্ধ থাকার কারণে স্কুলের ছাত্র-ছাত্রী ও অফিস পাড়ায় যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *