সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ৫মিনিটের ঝটিকা গাড়ি ভাংচুর

সীতাকুন্ডে ৫মিনিটের ঝটিকা গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক,২২আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে রাত ৯টায় হঠাৎ ৫/৬জনের একটি গ্রুপ ৫মিনিটেই ৭/৮ গাড়িভাংচুর করে চলে যায়। স্থানীয় সূত্রে জানাযায় ২২ আগষ্ট রাত ৯টার সময় সীতাকুন্ড পৌরসদরের হাসপাতালের সামনে হঠাৎ একটি গ্রুপ রাস্তায় এসে কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে।সীতাকুন্ড মডেল থানার টহলরত পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছলে দুঃষ্কৃতিকারীরা পালিয়ে যায়।স্থানীয়রা জানায় হরতাল,রাজনৈতিক কোন কর্মসূচী ছাড়ার রাস্তায় কোন ভাংচুরের ঘটনা ঘটেনা।কিন্তু কোন কারন ছাড়া এ ঘটনা কারা ঘটালো পুলিশ সহ স্থানীয়রা কোন তথ্য জানাতে পারেনি। সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ মাসুদ জানায় কয়েকজ দু:স্কৃতিকারী হঠাৎ কয়েকটি গাড়ি ভাংচুর করে মিনিটেই পালিয়ে যায়। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তার কোন অনুমান করা যাচ্ছে। তদন্তে করে এঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে।
এদিকে আগামী কাল আওয়ামীলীগ সীতাকুন্ড শোকদিবস উপলক্ষে সীতাকুন্ড পৌরসভায় জনসভার আয়োজন করেছে। জনসভায় প্রধান অতিথি থাকার কথা বন ওপরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ। একদিকে আওয়ামীলীগের জনসভা অন্যদিকে বিএনপি জামায়াতের কোন কর্মসূচী না থাকলেও কারা ঝটিকা ভাংচুর করলো জনগন তা হিসাব মিলাতে পারছেনা। তবে অনেকের ধারনা গাড়ি ভাংচুরের নাম করে যাত্রীদের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার লক্ষ্যে এ ভাঙচুর করা হয়েছে। কিন্তু পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে চলে আসায় দু:স্কৃতিকারীরা পালিয়ে যায়। সম্প্রতি একটি চক্র রাজনৈতিক কর্মসূচীকে কাজে লাগিয়ে রাতের আধারে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ডাকাতরা এত বেপরোয়া হয়েছে যে রাস্তায় রাতে গাছকেটে ব্যারিকেড দিয়ে ডাকাতি করছে। আর তা হাইওয়ে পুলিশ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *