সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / তত্ত্বাবধায়কের অধীনে নয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে -সীতাকুন্ডে জনসভায় ড.হাসান মাহমুদ

তত্ত্বাবধায়কের অধীনে নয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে -সীতাকুন্ডে জনসভায় ড.হাসান মাহমুদ

5014
নির্দেশ বড়ুয়া,২৩ আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড.হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, তত্বাবধায়ক সরকারের অধীনে নয় আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এছাড়া তিনি আরো বলেন,সীতাকুন্ডে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তাদেরকে মনে রাখতে হবে আসন্ন নির্বাচনে শুধু সীতাকুন্ডে নয় সারা বাংলাদেশে আবারও আওয়ামীলীগ বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তবে কোন ক্রমেই বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দিবেনা। ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় পৌরসদরস্থ দক্ষিণ বাজারে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.ম.ম দিলশাদের পরিচালনায় এবং বাণিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা. এখলাছ উদ্দীন, উত্তর জেলা আওয়ামীলীগে দপ্তর সম্পাদক মহিউদ্দীন বাবলু, উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক নুর আহম্মদ, উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নারী নেত্রী সুরাইয়া বাকের, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহীনুর আক্তার ভিউটি, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইদ্রিস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক খন্দকার, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, মহিউদ্দীন আহম্মেদ শামীম, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজ্বী মোঃ ইউনুচ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ রেজাউল করিম বাহার, চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দীন রেহান, আসলাম হাবিব, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজদ্দৌলা চুট্টু, সাধারণ সম্পাদক এ.জে.এম হোসেন লিটন ভূঁইয়া,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আশেক আল মামুন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেজবান খাওয়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *