সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড পৌর নির্বাচন-১ ||দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের প্রচারণা শুরু||

সীতাকুন্ড পৌর নির্বাচন-১ ||দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের প্রচারণা শুরু||

Sitakund Prosova pic jj মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,১ নভেম্বর(সীতাকুণ্ড টাইমস)- সরকার পৌরসভা নির্বাচনের ঘোষনা দেওয়ার পর নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে দলীয় ব্যানের নির্বাচন হওয়ার খবর শুনে এখন রাজনৈতিক ভাবে কাজ শুরু করেছে অনেক প্রার্থী। কিভাবে দল থেকে মনোনয়ন নিতে পারে সে দিকে ব্যস্ত হয়ে পড়েছে দলীয় প্রার্থীরা। যদিও নির্বাচন কখন হবে সীতাকু-ে তার কোন নির্দিষ্ট তারিখ জানা যায়নি তবু প্রার্থীরা নেমে পড়েছে মাঠে । বিয়ে সাদি,মেজবান,আকিকা ও ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সইচ্ছায় অংশগ্রহন করছে সম্ভাব্য প্রার্থীরা। এ ক্ষেত্রে সরকার দলীয় প্রার্থীরা এগিয়ে রয়েছে।
বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা এলাকা ছাড়া তবে তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করা শুরু করেছে। মাঠ থেকে প্রাপ্ত খবরে জানা যায় বর্তমান পৌর মেয়র নায়েক (অব)শফিউল আলম এক
বছর পূর্ব থেকে ঘোষনা দিয়ে আসছিল নির্বাচনে প্রাীর্থ হবেননা।যার ফলে সরকারীদলের পক্ষে প্রায় ৫/৬জন প্রার্থী নির্বাচন করতে অনেক আগ থেকে প্রস্তুতি নিয়েছে। বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ দেশের বাইওে থাকায় বিএনপির ৩/৪জন নেতা প্রার্থী হতে প্রস্তুত।
অন্যদিকে জাতীয় পার্টির ২/১জন প্রার্থীও মাঠে নেমেছে নির্বচনে অংশ নিতে। অপর দিকে জামায়াত আরও ২ বছর আগ থেকে একক প্রার্থী ঘোষনা করেছে । সব মিলিয়ে সকল দলের অংশগ্রহনে একটি অবাদ সুষ্ঠ নির্বাচন আশা করছে স্থানীয়রা। যার নেতৃত্বে পৌরসভার উন্নয়ন অব্যহত থাকবে বাড়বে নাগরিক সুবিধা। আওয়ামী লীগের যে সব সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বর্তমান পৌরসভার মেয়র নায়েক (অব:) শফিউল আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার আলহাজ্ব বদিউল আলম, সহ-সভাপতি,আলহাজ্ব সিরাজ-উদ-দৌলা ছুট্টু,ইঞ্জিঃ শাহ আলম, , পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস জে এম হোসেন (লিটন), যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, পৌরসভার বর্তমান মেয়র ইতোপূর্বে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেও বর্তমানে জানিয়েছেন যে, দলীয়
সিদ্ধান্তের উপর নির্ভর করবে নির্বাচনে অংশ নেয়া না নেয়া। তবে কাউন্সিলর জুলফিকার আলী শামীম ও শফিউল আলম মুরাদ দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে অপর একটি সূত্রে জানা যায়।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন, সীতাকুন্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তবে বর্তমানে তিনি আমেরিকায় থাকায় অনেকটা অনিশ্চিত। পজেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সীতাকুন্ড পৌরসভা বিএনপি’র সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির সহÑসভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সেক্রেটারী সামছুল আলম আজাদ,যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর ইমরান। জামায়াতের সম্ভাব্য একক প্রাথী হতে পারেন পৌরসভা জামায়াতের আমীর তৌহিদুল হক চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তবে আমেরিকা প্রবাসী সীতাকুন্ড ব্যবাসায়ী কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম
ওয়াহিদীও দলীয় ব্যানার অথবা স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে শুনা যাচ্ছে। এদিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম এর নাম শুনা যাচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পাটির সভাপতি সীতাকু- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু জানান আওয়ামীলীগ যদি আমাদের সাথে সমঝোতা না করে তাহলে তারা সীতাকু- মেয়র নির্বাচনে একক ভাবে নির্বাচন করবে। ইতিমধ্যে উপজেলা জাপার সভাপতি সেক্রেটারী প্রচারনা শুরু করেছে তবে একজনকেই দলীয় ভাবে নির্বাচনে প্রার্থী ঘোষনা দিবে। ২০১৩ সালের ৯ সেপ্টম্বর সীতাকুন্ড পৌরসভার মেয়াদ শেষ হলেও সরকারি নানা জটিলতার কারণে পৌর নির্বাচন হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ডিসেম্বরে যে নির্বাচন হবে তার তালিকায় সীতাকুন্ড ৌরসভার নামও রয়েছে। প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুন্ড পৌরসভা গঠিত হয়। সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক তোফাজেল আহম্মদ বলেন, বিএনপি’তে কোন গ্র্রুপিং নেই। তফসিল ঘোষণা হলে দলের নেতা র্কর্মীদের মতামতের ভিত্তিতে
কেন্দ্রের নির্দেশনা মোতাবেক প্রার্থী সিলেকশন করা হবে বলে দাবি করেন তিনি। স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, দলীয় সিদ্ধান্তে প্রার্থী নির্বাচন করে তাদের পক্ষে কাজ করবেন। তবে গ্রুপিং কে বরদাস্থ করা হবে না। এদিকে সীতাকুন্ড পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নীত করার পর সীমানা নির্ধারন জটিলতার কারনে নির্বাচন আদো হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *