সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড বাঁশবাড়িয়ায ডাকাতির কবলে এমপির স্ত্রী ও পুত্র বধু

সীতাকুন্ড বাঁশবাড়িয়ায ডাকাতির কবলে এমপির স্ত্রী ও পুত্র বধু

নির্দেশ বড়ুয়া,২৮আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে ডাকাতির স্বীকার হয়েছে এক এমপির স্ত্রী ও পুত্রবধু। এসময় ডাকাতদল তাদেরথেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়েগেছে। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ সামিউল আলম বলেন, ডাকাতদের কবলে পড়া মাইক্রোবাসটির আরোহীদের সাথে আলাপ করে জানতে পারি গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সরকারী দলের এমপি দবিরুল ইসলামের স্ত্রী নেলী ইসলাম ও তার পুত্র ঢাকাস্থ ইউনিক গ্রুপের মানবসম্পদ বিষয়ক প্রধান কর্মকর্তা মোঃ সাঈদ আবুল হাসান অনুপম-এর স্ত্রী মনিকা হাসান তার তিন মাসের শিশুপুত্র ও তার মা, মেঝ মামী ও নানুসহ মোট ৫জন মহিলা চট্টগ্রাম শহরে আসার পথে সীতাকু- উপজেলার বাঁশবাড়িয়া জোড়বটতল এলাকায় রাত সোয়া ৩টায় ডাকাতদের কবলে পড়ে। এসময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা, ১৪ চৌদ্দ ভরি স্বর্ণালংকার, কেডিট কার্ড, ক্লাব কার্ড, আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ডাকাতিকালে উক্ত মহিলাদের আত্মচিৎকারে যানবাহন দাড়িয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ উক্ত মহিলাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত ডাকাতির ঘটনায় মোঃ সাঈদ আবুল হাসানের মাতা নেলী ইসলাম বাদী হয়ে ২৮ আগষ্ট বিকাল ৩টায় সীতাকু- থানায় একটি ডাকাতি মামলা করেছেন। মামলার বাদী নেলী ইসলাম প্রতিবেদককে বলেন, চারদিন বন্ধ উপলক্ষ্যে ঢাকার জাপান গার্ডেন সিটির বাসা থেকে আমি আমার পুত্র বধু, নাতি, মেঝ ভাইয়ের স্ত্রীসহ মোট ৫জন মহিলা চট্টগ্রামের আগ্রাবাদে বেড়াতে আসার সময় সীতাকু-ে ডাকাতদের কবলে পড়ি। ডাকাতির সময় ডাকাতদের একজনের মুখে গামছা বাধা ছিল। অন্যরা খোলামুখে আমাদের কাছ থেকে জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় আমি রাস্তার মাঝখানে দাড়িয়ে সোর চিৎকার শুরু করলে রাস্তার দুই পাশে গাড়িথেমে যায়। এসময় ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। এঘটনায় পুলিশ ঐ এলাকা থেকে সন্দেহ জনক ৫জনকে আটক করলেও ঘটনার সাথে জড়িত না থাকায় তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে সীতাকুন্ড থানা সূত্রে জানাযায়।
ইউনিক গ্রুপের মানব সম্পাদ কর্মকর্তা সাঈদ আবুল হাসান অনুপম বলেন, উক্ত গাড়ীতে আমার মা, আমার স্ত্রী, তিন মাসের শিশুপুত্র, মেঝ মামি ও নানী ছিল এবং তারা ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে যাচ্ছিল। সীতাকুন্ড মডেল থানা ওসি সামিউল আলম বলেন, টাকা ও স্বর্ণালংকার এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত ডাকাতদের আটকের ব্যাপারে আমাদের অভিযান চলছে। আশা করি সফল হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *